বিকেএসপি ঘুরে এলো উইন্ডিজ পর্যবেক্ষক দল
৩০ নভেম্বর ২০২০ ১৮:০৮
ক্যারিবিয়ারদের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাক-প্রস্তুতি দেখতে গত পরশু ৫ দিনের বাংলাদেশ সফরে এসেছে সফরকারী উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল। সফরের প্রথম দিনের কর্মসূচী হিসেবে আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন পর্যবেক্ষক দল। সেখানে সিরিজের প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি’র তিন নাম্বার মাঠসহ সংশ্লিষ্ট অবকাঠামো তারা ঘুরে দেখেছেন।
সোমবার (৩০ নভেম্বর) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র সিনিয়র গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।
তিনি জানিয়েছেন, ‘পর্যবেক্ষক দল আজ বিকেএসপি গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ৩ নাম্বার মাঠসহ সংশ্লিষ্ট অবকাঠামো তারা ঘুরে ঘুরে দেখেছেন।’
সফরের অংশ হিসেবে আগামীকাল ১ ডিসেম্বর সকালে হেলিকপ্টার যোগে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর স্টেডিয়াম পরিদর্শনে। জহুর আহমেদ স্টেডিয়াম পরিদর্শন শেষে ওদিন বিকেলেই তারা ঢাকায় ফিরবে। এরপর ২ ডিসেম্বর পরিদর্শন করবেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ৩ তারিখে ভিন্ন সময়ে দুজন ওয়েস্ট ইন্ডিজ ফিরে যাবেন।
বিসিবির প্রাক প্রস্তুতি দেখতে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের যে দুই পর্যবেক্ষক এসেছেন তারা হলেন; ড. অক্ষয় মানসিং যিনি ক্রিকেট উইন্ডিজের মেডিকেল প্যানেলের সদস্য ও বোর্ড পরিচালক। অপরজন বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ি। ৫ দিনের এই সফরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোভিড-১৯ ব্যবস্থাপনা থেকে শুরু করে ভেন্যু পরিদর্শন, ম্যাচ পরিচালনা ও ম্যাচ সিনারিও পর্যবেক্ষণ করবেন।
স্বাগতিক টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট, সমান সংখ্যক ওয়ানডে ও দুটি টোয়েন্টি খেলতে ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি