Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফলাফল নির্ধারণী পেনাল্টি মেসিকে দেবেন না ইব্রাহিমোভিচ


১৯ ডিসেম্বর ২০২০ ১০:১৭

৩৯ বছর বয়সেও ইতালিয়ান সিরি আ মাতাচ্ছেন জ্‌লাতান ইব্রাহিমোভিচ। গোলের পর গোল করে জেতাচ্ছেন এসি মিলানকে। তাঁর বুড়ো কাঁধে ভর করে এসি মিলান এখনও সিরি আ’তে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ইব্রার গোলের পাশাপাশি কথাও চলছে সমান বেগে। সম্প্রতি সাবেক সতীর্থ লিওনেল মেসির সম্পর্কে কথা বলতে গিয়ে ইব্রা বলেছেন ফলাফল নির্ধারণি পেনাল্টি মেসিকে নিতে দিবেন না তিনি।

সম্প্রতি ইউয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের সেরা একাদশ সাজিয়েছেন ইব্রা। সেখানে নিজের পাশাপাশি রেখেছেন লিওনেল মেসিকে। এক পর্যায়ে তাকে প্রশ্ন করে হয় যে ফলাফল নির্ধারণী পেনাল্টিগুলো কে নেবে? জবাবে ইব্রা বলেন, ‘অবশ্যই আমি নেব। শতভাগ নিশ্চিত আমি নেব। আমি এই স্বপ্নের একাদশের অধিনায়ক। আমি সিদ্ধান্ত নেব যে পেনাল্টি কে নিবে?’

বিজ্ঞাপন

ইব্রা আরও বলেন, ‘পেনাল্টি প্রথম তিনটি আমি নেব এরপর একটা মেসির জন্য ছেড়ে দেব। এরপরের তিনটি আবারও আমিই নেব আর তারপর একটি আবারও মেসিকে দেব।’

চলতি মৌসুমে সিরি আ’তে ১০টি গোল করে রোমেলো লুকাকু ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ৩৯ বছর বয়সী ইব্রা। আর তাঁর এমন পারফরম্যান্সেই সিরি আ’র শীর্ষে অবস্থান রোজোনেরিদের। সেই সঙ্গে ১০ বছর পর স্বপ্ন দেখছে স্কুয়েদেত্তো জয়ের।

ইব্রা বলেন, ‘আমি এখন ৩৯ বছয় বয়সী। এই সময় আমি যা করেছি আমার এখন আর কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরেও আমি অনেক অনুপ্রেরণা নিয়েই কাজ করছি। আমি কখনোই সন্তুষ্ট হতে পারি না। কারণ আমি সবসময় আরও বেশি চাই। আমার বয়সী খুব বেশি খেলোয়াড়দের দেখি না আমার মতো এমন পারফরম্যান্স করছে।’

বিজ্ঞাপন

জ্লাতান ইব্রাহিমোভিচ পেনাল্টি মেসির পেনাল্টি লিওনেল মেসি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর