চলতি মৌসুমে ফেরা হচ্ছে না মাতিপের
২ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৫
এবারে লিগামেন্টের চোটে ২০২০/২১ মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেলেন লিভারপুল ডিফেন্ডার জোয়েল মাতিপ। ক্যামেরুনের ২৯ বছর বয়সী এই খেলোয়াড় গত বৃহস্পতিবার টটেনহাম হটস্পার্সের বিপক্ষের ম্যাচে চোট পান। অল রেডসদের ইনজুরির তালিকায় এর আগে ছিলেন ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ। এই দুই রক্ষণভাগের খেলোয়াড়ই দীর্ঘদিনের ইনজুরিতে পড়েছেন।
মাতিপের ইনজুরি নিয়ে লিভারপুল ম্যানেজার ইয়্যুর্গেন ক্লপ বলেন, ‘মাতিপ আমাদের সঙ্গে প্রাক-মৌসুমের অনুশীলনে যোগ দিতে পারবে বলে মনে করছি। তখনই আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’
ক্লপ জানান, স্পার্সের বিপক্ষে খেলার সময় হিউং মিন সনকে ট্যাকেল করতে গিয়ে চোট পান মাতিপ। ‘আসলে আমাদের মেনে নিতে হবে যে সে নিজেই এটা ডেকে এনেছে। এটা আসলে দুর্ভাগ্যক্রমে ঘটেছে। সে দুর্দান্ত একটি আক্রমণ রুখতে গিয়ে এই ট্যাকেলটি করেছিল। আর ওই সময় স্পার্স ম্যাচে ফেরার চেষ্টা করছিল।’-বলেন ক্লপ।
জার্মান কোচ আরও যোগ করেন, ‘মাতিপ পায়ের গোড়ালিতে ইনজুরি নিয়েই খেলছিল। আর এখন সে গোটা মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেল। দলকে সাহায্য করার জন্য ব্যথা নিয়েও ও মাঠে খেলছিল। আমরা তার জন্য অপেক্ষা করব। সুস্থ হয়ে ওঠার জন্য ওর কাছে এখন মৌসুমের বাকি সময়টা আছে।’
সারাবাংলা/এসএস
অল রেডস ইনজুরিতে ছিটকে গেলেন ইনজুরিতে মাতিপ ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ জোয়েল মাতিপ লিভারপুল