দারুণ জয়ে শেষ আটের পথে লিভারপুল
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৭
সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভাপুলের। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে দলটি। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলের প্রথম লেগে অবশ্য দারুণ জয়ই পেলো ইয়ূর্গেন ক্লপের দল। লাইপজিগের বিপক্ষে কাল ২-০ গোলের জয় পেয়েছে লিভারপুল।
ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাইপজিগের মাঠে। অবশ্য করোনাভাইরাস নিয়ে জার্মানির কড়াকড়িতে হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচ সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ দুদলের পরবর্তি ম্যাচটা হবে লিভারপুলের মাঠে। সে হিসেবে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল ক্লপের দল। লিভারপুলের মাঠে এসে তিন গোলের ব্যবধানে জয় তুলে নেওয়া সহজ হবে না লাইপজিগের।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ২৪ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু রোবার্তো ফিরমিনোর ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি সাদিও মানে। ৩৩ মিনিটে মানের ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দিয়েছিলেন ফিরমিনো। তবে বল আগেই বাইলাইন পেরিয়ে যাওয়ায় গোল পায়নি লিভারপুল।
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সাদিও মানে ও মোহাম্মদ সালাহ দুটি গোল করেছেন দুটিই লাইপজিগের ভুলের ফসল। ৫৩ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান সালাহ। দারুণ ফিনিশিংয়ে লিভারপুলকে এগিয়ে নেন মিশরীয় তারকা। দ্বিতীয় গোলটিতে বড় দায় লাইপজিগ ডিফেন্ডার নর্দি মুকিয়েলের। কাটিস জোন্সের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বলে পা-ই ছোঁয়াতে পারেননি তিনি। বল পেয়ে যান মানে।
সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লিভারপুল তারকা। সহজেই গোলরক্ষককে পরাস্ত করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। পরে আর গোল আদায় করতে পারেনি কোনো দল। যাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।