Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত সেরে উঠছেন নেইমার


২৭ ফেব্রুয়ারি ২০২১ ১২:১৮

বার্সেলোনার বিপক্ষে খেলার প্রত্যাশা বুঝি পূরণ হতে যাচ্ছে নেইমারের! দ্রুতই সেরে উঠছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা। চোট কাটিয়ে সেরে উঠার মিশনে ইতোমধ্যেই ব্যাক্তিগত অনুশীলনে ফিরেছেন ২৯ বছর বয়সী তারকা।

গত ১০ ফেব্রুয়ারি লিগ ফরাসি কাপের ম্যাচ খেলতে গিয়ে বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছিলেন নেইমার। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছিল, চোট সারতে চার সপ্তাহ সময় লাগতে পারে। তবে চিকিৎসকরা এই মুহূর্তে মনে করছেন, তার আগেই মাঠে ফিরতে পারবেন নেইমার।

বিজ্ঞাপন

কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলের প্রথম লেগে বার্সেলোনাকে তাদের মাঠেই ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। চোটাক্রান্ত নেইমার ওই ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় লেগেও তার খেলা নিয়ে বড় শঙ্কা। তবে পিএসজির কোচ মারিসিও পচেত্তিনো বলেছেন, প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন নেইমার।

তিনি বলেন, ‘সে (নেইমার) চিকিৎসক ও পারফরম্যান্স বিভাগের দেওয়া নিয়ম অনুসরণ করছে। সে একক অনুশীলন করেছে। মানসিকভাবে বেশ ভালো অবস্থায় আছে। আমরা খুশি। সবকিছু ঠিকঠাক চলছে।’

আগামী ১০ মার্চ নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগটা খেলবে পিএসজি। চোট সেরে ওই ম্যাচ খেলতে নেইমার মাঠে নামলে বার্সেলোনার জন্য সেটা হবে বড় দুঃশ্চিন্তার।

বার্সেলোনায় চার মৌসুম কাটিয়ে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগটা খেলতে না পারার হতাশা প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কান্নার ইমোজি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘যে কয়েকটি ম্যাচ সব সময়ই খেলতে চাই তার মধ্যে বার্সেলোনার ম্যাচ একটি।’

বিজ্ঞাপন

নেইমার পিএসজি বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর