সাইফের ব্যাটে ইমার্জিং দলের দুর্দান্ত জয়
৯ মার্চ ২০২১ ২১:০৯
অধিনায়ক সাইফ হাসান একপ্রান্ত ধরে নিজের মতো করে এগুচ্ছিলেন। শেষ দিকে আজ আবারও ঝড় তুললেন শামীম পাটোয়ারি। রান পেয়েছেন তৌহিদ হৃদয়ও। ফলে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও আয়ারল্যান্ড উলভসকে হারাতে খুব একটা বেগ পেতে হলো না বাংলাদেশ ইমার্জিং দলকে। তৃতীয় ওয়ানডেতে আইরিশদের আজ ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে লম্বা একটা সিরিজ খেলতে এসেছে আয়ারল্যান্ড উলভস। একটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের প্রথম পর্বটা হয়ে গেল চট্টগ্রামে। এই পর্বটা কেমন হলো? এমন প্রশ্নে দুই ধরনের উত্তর দেওয়া যেতে পারে- স্বস্তির এবং অস্বস্তির। দলীয় পারফরম্যান্সের হিসেবে চট্টগ্রাম পর্বটা ছিল দারুণ স্বস্তির। কিন্তু করোনাভাইরাস অস্বস্তিও কম দেয়নি। আয়ারল্যান্ডের ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের করোনায় আক্রান্ত হবার খবরে প্রথম ওয়ানডেটি মাঝপথে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেটা ঠিক মতোই হয়েছে। আজ তৃতীয় ওয়ানডের আগে আবারও করোনা বিপত্তি। এক স্টাফের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেলে ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৯টায়। এক স্টাফ করোনায় আক্রান্ত হয়ে পড়লে ম্যাচ দুই ঘণ্টা পিছিয়ে শুরু হয় সকাল ১১টায়। পিছিয়ে যাওয়া ম্যাচের নায়ক সাইফ হাসান। দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশ জিতিয়েছেন সাইফ।
প্রথমে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড উলভস (আয়ারল্যান্ড ‘এ’ দল) বেশ ভালো সংগ্রহই পেয়েছিল। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তোলেন সফরকারীরা। লোরকান টাকার সর্বোচ্চ ৮২ রান করেছেন। তার ৫২ বলের ইনিংসটিতে ৯টি চার ২টি ছয়ের মার আছে। এছাড়া কার্টিস ক্যাম্পার ও জেমস ম্যাককালাম ৪০ রান করেছেন। বাংলাদেশের হয়ে মুকিদুল মুগ্ধ ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে শুরুর দিকে নিয়মিতই উইকেট হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে সাইফ হাসান একপ্রান্ত ধরে এগিয়েছেন দারুণভাবে। মিডল অর্ডারে তৌহিদ হৃদয় এবং শেষ দিকে শামীম পাটোয়ারি খেলেছেন দারুণ একটা ইনিংস। সাইফ ১২৫ বল খেলে ১১টি চার ৫টি ছয়ে ১২০ রান করেন। হৃদয় চার নম্বরে নেমে ৪৩ রান করেছেন ৪৪ বল খেলে। পাঁচে নামা শামীম ২৫ বলে ৭টি চার ১টি ছয়ে ৪৪ রান করেন। ৪৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৬৪ রান করেন বাংলাদেশ ইমার্জিং দল।
বাংলাদেশ ইমার্জিং দল-আয়ারল্যান্ড উলভস বাংলাদেশি ইমার্জিং দল বিসিবি