বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ কমিয়ে আনা হয়েছে। আগের সূচিতে টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচের হওয়ার কথা থাকলেও এখন তা হচ্ছে না। ম্যাচ মাঠে গড়াবে একটি।
আগের সূচি অনুযায়ী ১৮ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে দেশে ফেরার কথা ছিল আয়ারল্যান্ড উলভসের। আর ১৯ মার্চ ছিল দলটির ফিরতি ফ্লাইট। নতুন সূচিতে ১৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলেই দেশে ফেরার বিমান ধরতে চায় সফরকারীরা। বিদেশ ফেরতদের জন্য আয়ারল্যান্ডে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইনের নিয়ম নতুন করে কার্যকর করা হচ্ছে ১৯ মার্চ থেকে। কোয়ারেনটাইন এড়াতেই সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরতে চায় আইরিশরা।
ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, করোনা অতিমারির কারণে আয়ারল্যান্ড সরকারের পরিবর্তিত ভ্রমণ পরিকল্পনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এক ম্যাচ খেলেই দেশের বিমান ধরতে হচ্ছে আইরিশদের। এবং এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এই মর্মে ঐক্যমতে পৌঁছেছে।
শনিবার (১৩ মার্চ) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক রিচার্ড হোল্ডসওয়ার্থ জানিয়েছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের একটি টি-টোয়েন্টি খেলেই চলে যেতে হচ্ছে। আইরিশ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আয়ারল্যান্ডের কোয়ারেন্টিন আইনের কারণেই আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে হয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করছি।’
বাংলাদেশ সফরে আগামিকাল (১৪ মার্চ) পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলবে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস।
সিরিজের সূচি:
১৪ মার্চ ২০২১- বাংলাদেশ ‘এ’-আয়ারল্যান্ড উলভস: পঞ্চম ৫০ ওভারের ম্যাচ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, স্থানীয় সময়, সকাল ৯টা)।
১৬ মার্চ: বাংলাদেশ ‘এ’-আয়ারল্যান্ড উলভস, প্রথম টি-টোয়েন্টি: (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, স্থানীয় সময়, দুপুর সাড়ে ১২টা)।