Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত আবাহনীতে বিধ্বস্ত মোহামেডান


২১ জুন ২০২১ ০০:০৩

জিততে হলে রেকর্ড গড়তে হতো মোহামেডানকে। আগে ব্যাটিং করে ১৯৩ রানের পাহাড় গড়েছিল আবাহনী লিমিটেড। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এতো রান তুলতে পারেনি আর কোন দল। সাকিব আল হাসানহীন মোহামেডান পাড়ার ডিঙাতে পারেনি। দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাবের লড়াইয়ে ৬০ রানের বিশাল পেয়েছে আবাহনী।

এবারের লিগে শক্তির বিচারে আবাহনী অনেকটা এগিয়ে। তাছাড়া লিগের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে মুশফিকুর রহিমের দল। তবুও লিগ পর্বে দুই দলের লড়াইয়ে মোহামেডান আবাহনীকে হারিয়ে দিয়েছিল বলে লড়াই জমার কথা ছিল। কিন্তু সুপার লিগের লড়াইটা একতরফাই হলো।

বিজ্ঞাপন

রোববার (২০ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রানের পাহাড় গড়ে আবাহনী। ফর্মে থাকা মুনিম শাহরিয়ার আজও আলো ছড়িয়েছেন। পরে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নাইম শেখরা সেটাকে অনেকদূর নিয়েছেন।

মুনিম ২৭ বলে ৫টি চার ২টি ছয়ে ৪৩ রান করেছেন। মুশফিক ৩২ বলে ৮টি চার ১টি ছয়ে ৫৭ রান করেন। এছাড়া শান্ত ১৭ বলে ২৭ ও নাইম ১৮ বলে ২৪ রান করেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে আবাহনী। মোহামেডানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও আসিফ হাসান।

পরে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে মোহামেডান। ৪২ রানে ষষ্ঠ উইকেট হারালে দলটির জয়ের আশা সেখানেই মিলিয়ে গেছে। পেসার আবু হায়দার রনি শেষ দিকে একাই লড়াই করে দলের হারের ব্যবধান কমিয়েছেন মাত্র। ৪২ বলে ৫টি চার ২টি ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন আবু হায়দার। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে মোহামেডান।

আবাহনীর হয়ে দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বিজ্ঞাপন

ডিপিএল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর