Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল: চতুর্থ দিনও বৃষ্টির পেটে


২১ জুন ২০২১ ২২:১২

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহে জল ঢেলেই চলেছে প্রাকৃতি। বৃষ্টির পেটে গেছে আজ চতুর্থ দিনের খেলাও। টানা বৃষ্টির কারণে ম্যাচের ফলাফল বের হওয়া নিয়েই এখন বড় শঙ্কা।

সাউদাম্পটনে ম্যাচের প্রথম দিনটাও গেছে বৃষ্টির পেটে। দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা হয়েছে বটে, তবে পুরো খেলা হয়নি। দ্বিতীয় দিনের প্রায় একটা সেশন বৃষ্টিতে ভেসে গেছে, তৃতীয় দিনেরও তাই। আজ চতুর্থ দিনের পুরোটা গেল বৃষ্টির পেটে।

বিজ্ঞাপন

এর আগে ম্যাচে কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করা ভারত গুটিয়ে গেছে ২১৭ রানে। কাইল জেমিসনের পেস তোপের মুখে তারকাসমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইনআপের একজনও ফিফটি পেরুতে পারেননি। সর্বোচ্চ ৪৯ রান করেছেন অজিঙ্কা রাহানে। ৪৪ রান করেছেন বিরাট কোহলি। জেমিসন ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট।

পরে জবাব দিতে নেমে ২ উইকেটে ১০১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। অভিষেকের পর থেকেই আলো ছড়ানো ডেভন কনওয়ে ৫৪ রান করেন। এছাড়া টম লাথাম ৩০ ও ১২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকালও বৃষ্টির সম্ভবনা রয়েছে সাউদাম্পটনে। তবে কী ড্রয়ের পথেই এগুচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল?

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ড-ভারত ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর