জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ
১১ জুলাই ২০২১ ১৫:৫৪
হারারে টেস্টের সময় যতো ফুরিয়ে আসছে বাংলাদেশের জয়ের সম্ভবনা যেন আরও উজ্জ্বল হচ্ছে। ৩৩৭ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিততে শেষ দিন বাংলাদেশের প্রয়োজন ছিল সাত উইকেট। দিনের প্রথম সেশনেই চারটি উইকেট তুলে নিয়ে জয়ের রাস্তাটা আরও পরিস্কার করেছেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরা।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। সকালটা বেশ ভালোই কাটিয়েছেন দুই অপরাজিত ব্যাটার ডিনো মায়ার্স ও ডোনাল্ড তিরিপানো। তবে স্বাগতিকদের এই স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তাসকিন, মিরাজ। জোড়ায় জোড়ায় জিম্বাবুয়ের চার উইকেট তুলে নিয়েছেন দুজন।
প্রথমে ডিনো মায়ার্সকে (২৬) শট মিড উইকেটে সাদমান ইসলামের ক্যাচ বানান মিরাজ। ওই ওভারেই টিমিসেন মারুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। এরপর দুই ওভারের ব্যবধানে রয় কাইয়া ও রেগিস চাকাভাকে ফেরান তাসকিন।
জিম্বাবুয়ের দলীয় ১৫৯ রানের মাথায় ডানহাতি রয় কাইয়াকে এলবির ফাঁদে ফেলেন তাসকিন। এক ওভার পর তাসকিন সরাসরি বোল্ড করেছেন চাকাভাকে। ১৬৪ রানে সপ্তম উইকেট হারানো জিম্বাবুয়ে ১৭৬ রানের মাথায় লাঞ্চে যায়।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তিনটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এক উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।