Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিম্পিক ভিলেজে করোনার হানা


১৭ জুলাই ২০২১ ১৭:৫৩

করোনাভাইরাস ইস্যুতে বারবার বিতর্কিত হচ্ছে টোকিং অলিম্পিক। গেমস শুরু হতে যখন আর মাত্র ছয় দিন বাকি তখন জানা গেল, অলিম্পিক ভিলেজেও ঢুকে পড়েছে করোনা। ভিলেজের ভেতরে একজন করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টোকিও অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। তবে আক্রান্ত ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নাম পরিচয় জানাননি তিনি। জানিয়েছেন, ভিলেজের ভেতরে আক্রান্ত হওয়া ওই ব্যক্তিকে বাইরে নেওয়া হয়েছে। তাকে এবং তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ভিলেজের ভেতরে একজনের আক্রান্ত হওয়ার খবরে টোকিও অলিম্পিক নিয়ে সমালোচনা আরও বেড়েছে। জাপানে অনেকদিন ধরেই করোনার উর্ধ্বগতি। ফলে এমন সময়ে অলিম্পিক আয়োজনের বিরোধীতা করেছেন অনেকেই। কিন্তু জাপান সরকার অলিম্পিক আয়োজনে শুরু থেকেই অনড়।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা এবারের অলিম্পিক। শেষ হওয়ার কথা ৮ আগস্ট। বিভিন্ন দেশ থেকে গেমসে অংশ নিবেন প্রায় ১১ হাজার অ্যাথলেট। সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত অলিম্পিকের সঙ্গে জড়িত এমন ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেউ অ্যাথলেট, কেউবা কর্মকর্তা, কেউবা চুক্তিভিত্তিক কোনো কাজে জড়িত।

এদিকে, করোনাভীতির কারণে গেমসে থেকে নাম প্রত্যাহার করার তালিকাটা দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে জানিয়েছেন, করোনার এমন পরিস্থিতিতে জাপানের অলিম্পিক আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকার এই সিদ্ধান্ত আইওসি’র কাছে ‘অভূতপূর্ব’।

টোকিং অলিম্পিক

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর