অলিম্পিকে ব্রাজিলের মেয়েদের স্বপ্নভঙ্গ
৩০ জুলাই ২০২১ ২০:৩৩
টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে ব্রাজিল পুরুষ দলের অগ্রযাত্রা চলছে ঠিকভাবেই। গ্রুপ সেরা হয়ে পরবর্তী উঠেছে ব্রাজিলের পুরুষ দল। তবে নারী ফুটবলে ব্রাজিলিয়ানদের যাত্রা থেমে গেল শেষ আটেই। টাইব্রেকারে কানাডার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে অলিম্পিক থেকে বিদায় নিশ্চিত হয়েছে ব্রাজিলের মেয়েদের।
শুক্রবার (৩০ জুলাই) শেষ ষোলের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গোল দিতে পারেনি ব্রাজিল, কানাডা কোনো দলই। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে দুটি শট রুখে দেন কানাডার গোলরক্ষক স্টেফেনি লাব্বে।
মাঠের খেলায় স্বাভাবিকভাবে ব্রাজিলই এগিয়ে ছিল। কানাডার বারে মোট ৯টি শট নিয়েছেন ব্রাজিলিয়ানরা। কিন্তু একবারও জালের দেখা পায়নি তারা।
সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে জয়ী দল। সেমির লড়াই মাঠে গড়াবে আগামী ২ আগস্ট।