বার্সার ডাগআউটের দায়িত্ব নিলেন জাভি
৬ নভেম্বর ২০২১ ১১:০১
বার্সেলোনার ডাগআউটের দায়িত্ব নিয়েছেন ক্লাবটির কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। স্প্যানিশ এই কিংবদন্তি ফুটবলার কাতারের আল সাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন।
রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর দুদিন খালি ছিল বার্সেলোনার প্রধান কোচের পদ। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান সার্জিও বারজুয়ানকে।
আল সাদ শুক্রবার টুইট করে জানায়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হওয়ায় তারা জাভিকে ছেড়ে দিতে রাজি। তবে তখনও আসেনি বার্সেলোনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে শনিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে এলো কাঙ্খিত সেই আনুষ্ঠানিক ঘোষণা।
Xavi Hernández returns home 6 years after his goodbye from Camp Nou 💙❤️
— FC Barcelona (@FCBarcelona) November 6, 2021
নিজেদের পরবর্তী কোচ হিসেবে ঘরের ছেলেকেই ফিরিয়ে আনল বার্সেলোনা। আল সাদ থেকে বার্সেলোনার কোচ হিসেবে নাম লেখালেন জাভি হার্নান্দেজ। এক দশক আগেও মেসি, ইনিয়েস্তা, পিকে, পুয়োল, আলভেস, বুস্কেটসদের সঙ্গে খেলোয়াড় হিসেবে শিরোপার পর শিরোপা জেতা জাভির লক্ষ্য এখনো অভিন্ন। শুধু ভূমিকাটাই পরিবর্তন হচ্ছে, এই যা।
আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আপাতত ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে জাভির সঙ্গে। সে হিসেবে আপাতত আড়াই মৌসুম কাতালানদের দায়িত্বে থাকবেন তিনি। এই আড়াই মৌসুমে বার্সেলোনা আগের জৌলুশ ফিরে পেলে জাভির চুক্তি যে বাড়ানো হবে, সেটা না বলে দিলেও চলছে। আগামী সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাভিকে নিজেদের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা।
খেলোয়াড় হিসেবে ২০১৫ সালে বার্সার অধ্যায়ের সমাপ্তি টেনেছিলেন জাভি। সেবার দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতেছিল বার্সা। এরপর কাতারের ক্লাব আল-সাদে খেলেছেন জাভি। খেলোয়াড় হিসেবে জিতেছেন চারটি শিরোপা জয়ের পর ২০১৯ সালে বুট জোড়া খুলে ওই দলেরই ডাগআউটের দায়িত্ব নিয়েছিলেন জাভি। খেলোয়াড় জাভির চেয়ে আল সাদের কোচ হিসেবে বেশি সফল ছিলেন জাভি, জিতেছেন সাতটি শিরোপা।
এবার আল-সাদ ছেড়ে ভেঙে পড়া বার্সার দায়িত্ব নিলেন জাভি। বর্তমানে লা লিগায় ১১ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে নবম স্থানে। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে তারা ৯ পয়েন্টে পিছিয়ে।
সারাবাংলা/এসএস