দুবাইয়ে টস জিতলেই বিশ্বকাপ জয়?
১৪ নভেম্বর ২০২১ ১২:২৫
রোববার (১৪ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১০ সালে একবার ফাইনাল খেললেও শিরোপা অধরায় রয়ে গেছে অজিদের। অন্যদিকে কিউইদের এটাই প্রথম ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। তবে এ নিয়ে মোটেও ভাবছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে ফাইনালে টস জিতলে আগে যে ফিল্ডিং নেবেন তা আগেভাগেই জানিয়ে রাখলেন ফিঞ্চ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। দুবাইয়ে সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে পরে ব্যাটিং করা দল। ব্যতিক্রম কেবল স্কটল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ১৬ রানে জয়ের ম্যাচ। তাই তো সংবাদ সম্মেলনে ফিঞ্চের কাছে প্রশ্ন ছিল, দুবাইয়ে টস যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আগে ব্যাটিং পেলে তাদের ব্যাটিংয়ের ধরন বদলাবে কি-না? অস্ট্রেলিয়া অধিনায়ক জানান নিজের ভাবনা।
টস জিতলে আগে বোলিং করার সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া সেটা পরিষ্কার করে ফিঞ্চ বলেন, ‘আমি টস জিতেছিলাম…তবে আমি মনে করি, আগে ব্যাট করে স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারলে, রান তাড়ায়ও প্রতিপক্ষের ওপর অনেক চাপ তৈরি করা যায়।’
এর আগে টস নিয়ে ফিঞ্চ বলেন, ‘আমার মনে হয় টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে, সপ্তাহ দুয়েক আগে আমি এটা বলেছিলাম টস গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমে ব্যাটিং করা দল জিততে পারে। এটা ঠিক যে এই টুর্নামেন্ট যেভাবে এগিয়েছে এবং আইপিএলে যা দেখা গেছে, সব মিলিয়ে রান তাড়ায় সাফল্য মেলার সম্ভাবনা বেশি।’
তিনি আরও বলেন, ‘তবে হ্যাঁ, আগামীকাল আমাদের কী করতে হবে, তা নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার তো মনে হয় সবশেষ ম্যাচে আমি টস হারার আশাই করেছিলাম, যাতে আগে ব্যাট করতে হয়। প্রথমে ব্যাট করলেও আমি কিছু মনে করতাম না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ছয় ফাইনালের পাঁচটিতেই শিরোপা উৎসব করেছে টস জয়ী দল। ব্যতিক্রম কেবল ২০০৯ সালে দ্বিতীয় আসর। সেবার টস হেরেও চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন— https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড অ্যারন ফিঞ্চ টস টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল