Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে বিপিএলের পরিকল্পনা বিসিবির


২ ডিসেম্বর ২০২১ ১৭:৫২

মহামারী করোনাভাইরাসের কারণে ২০২০ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা সম্ভব হয়নি। মহামারীটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব। খেলাধুলা মাঠে গড়িয়েছে অনেক আগেই। করোনা বিরতির পর বাংলাদেশে বহু আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যাতে বিপিএল নিয়েও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জানুয়ারী মাসের শেষ দিকে বিপিএল শুরুর পরিকল্পনা আছে বিসিবির।

বিপিএলের আগের সাত আসরের বেশিরভাগই অনুষ্ঠিত হয়েছে বছরের শেষে। তবে করোনা পরবর্তী সময়ে এবার বছরের শেষ ভাগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ঠাসা সূচী। ফলে নতুন বছরের শুরুতে অষ্টম বিপিএল আয়োজনের চিন্তা বিসিবির।

বিজ্ঞাপন

চলতি পাকিস্তান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ হবে ১৩ জানুয়ারী। বিসিবির পরিকল্পনা ২০ জানুয়ারী থেকে বিপিএল শুরু করা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এমনটিই জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে তা হলো ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’

করোনাভাইরাসের একটি নতুন ধরন হিসেবে সম্প্রতি আতঙ্ক ছড়াচ্ছে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট। ইউরোপের বেশ কয়েকটি দেশ এর প্রভাবে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছে ইতোমধ্যে। ওমিক্রন ছড়িয়ে পড়লে কী ব্যবস্থা নিতে হবে সেটিও ভাবছে বিসিবি।

এই প্রশ্নে প্রধান নির্বাহী বলেন, ‘আমারদের দেশে তো স্বাভাবিকভাবে চলছে। ওটার প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১২ সালে শুরু হয়ে এখন পর্যন্ত ৭ বার অনুষ্ঠিত হয়েছে বিপিএল। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত সবচেয়ে সফল ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে রাজধানীর দল।

টপ নিউজ নিজামউদ্দিন চৌধুরী সুজন বিপিএল বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ

গোলমরিচ যেভাবে দ্রুত ওজন কমায়
২০ অক্টোবর ২০২৪ ১৫:৫১

সম্পর্কিত খবর