Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস থেকে এক ধাপ দূরে নাদাল


২৮ জানুয়ারি ২০২২ ২৩:২০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২৩:২১

আর একটা গ্র্যান্ড স্লাম জিতলেই পুরুষ টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড হবে রাফায়েল নাদালের। স্প্যানিশ সুপারস্টার রেকর্ড থেকে মাত্র একটা জয় দূরে। ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন নাদাল।

আগামী রোববার রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে ফাইনাল খেলতে নামবেন। ওই ম্যাচটা জিতলেই রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে পেছনে ফেলে পুরুষ টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী বনে যাবেন নাদাল। স্প্যানিশ তারকার গ্র্যান্ড স্লাম সংখ্যা দাঁড়াবে ২১।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম সেমিফাইনালে বেরেত্তিনিকে পাত্তাই দেননি নাদাল। ব্যাকহ্যান্ডটা আজ খুব একটা ভালো খেলতে পারছিলেন না ইতালিয়ান তারকা। নাদাল সেটা বুঝতে দেরি করেননি। যার সুবিধা নিয়ে প্রথম দুটি সেটে এক আধিপত্য বিস্তার করেছেন। প্রথম সেট ৬-৩ গেমে জিতে দ্বিতীয় সেট জিতেছেন ৬-২ গেমে।

নাদালের ক্লান্তির সুযোগ নিয়ে তৃতীয় সেটে অবশ্য ঘুড়ে দাঁড়িয়েছিলেন বেরেত্তিনো। ইতালিয়ান তারকা তৃতীয় সেট জেতেন ৩-৬ গেমে। তবে চতুর্থ সেটে আবারও নাদালের দাপট। এই সেটে ৬-৩ ব্যবধানে জেতেন স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেন রাফায়েল নাদাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর