Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে মোস্তাফিজের বাজিমাত


২ এপ্রিল ২০২২ ২৩:১৬

দেরিতে হলেও আইপিএলে মাঠে নামার সুযোগ পেতেই জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথমবার মাঠে নেমে আজ ২৩ রানে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার। তবে দিল্লির অন্য বোলাররা সেভাবে জ্বলে উঠতে পারল না বলে শেষ পর্যন্ত ১৭১ রান তুলেছে প্রতিপক্ষ গুজরাট টাইগার্স।

মোস্তাফিজকে এবার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি পেসারকে নিজেদের প্রথম ম্যাচে খেলায়নি দলটি। তবে আজ দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসার কামলেশ নাগারকোটির পরিবর্তে মোস্তাফিজকে একাদশে ডাকে দিল্লি। এদিকে, ডাক পেতেই দুহাত ভরেই প্রতিদান দিলেন বাংলাদেশি পেসার।

বিজ্ঞাপন

শনিবার (২ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়ে প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্ত। মোস্তাফিজও সাফল্য এনে দেন শুরুতেই। ওভারের তৃতীয় বলেই উইকেট এনে দেন বাংলাদেশি পেসার।

তার লেন্থ বলে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ম্যাথু ওয়েড। আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউ নিয়ে প্রথম উইকেটের দেখা পান মোস্তাফিজ। ওই ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নেন বাংলাদেশি তারকা। মোস্তাফিজকে আবারও পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আনেন পন্ত। ওই ওভারে চার রান দেন তিনি।

বাংলাদেশি পেসারের বাকি দুই ওভার পাওয়ার প্লের জন্য  রেখে দিয়েছিলেন পন্ত। মোস্তাফিজ বোলিং ভেল্কি দেখিয়েছেন সেখানেও। ১৭তম ওভারে বোলিংয়ে এসে রাহুল তেওয়াতিয়া ও অভিনাব মনোহারের উইকেট নিজের ঝুঁড়িতে পোড়েন মোস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে বাঁহাতি পেসার দিয়েছেন মাত্র ৩ রান।

বিজ্ঞাপন

সব মিলিয়ে মোস্তাফিজের বোলিং ফিগার এমন ৪ ওভার বোলিং করে ২৩ রান খরচায় তিন উইকেট। এবারের আইপিএলের শুরুটা দুর্দান্তই হলো তারকা পেসারের।

আইপিএল টপ নিউজ মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর