Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজর কাড়লেন ‘অপ্রস্তুত’ সাকিব


১৫ মে ২০২২ ২১:১১

সাকিব আল হাসান ইদের ছুটিতে যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছিলেন পরিবারের কাছে। শ্রীলংকা সিরিজকে সামনে রেখে দেশে ফিরে ঘটে বিপত্তি। করোনা পরীক্ষায় পজিটিভ হন সাকিব। এরপর খেলবেন কি খেলবেন না এমন আলোচনার মধ্যে শেষ পর্যন্ত মাত্র ৪৫ মিনিটের অনুশীলনে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নেমেছেন সাকিব। ফিটনেস পরীক্ষাও দেননি মাঠে নামার আগে। সেই সাকিবই বাংলাদেশের পক্ষে দিনের সেরা!

নিজের প্রথম বলটি থেকেই পূর্ণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন সাকিব। আজ টেস্টের প্রথম দিনে ১৯ ওভার বোলিং করে মাত্র ২৭ রান খরচ করেছেন। দারুণ  এক ডেলিভারিতে তুলে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার উইকেটটি। রঙ্গনা হেরাথের চোখে, আজ টেস্টের প্রথম দিনের সেরা বোলার সাকিবই।

বিজ্ঞাপন

রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে শ্রীলংকা। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে রঙ্গনা হেরাথ বললেন, ‘সাকিবের মানের ক্রিকেটার খুব বেশি নেই। সে হয়তো কোনো অনুশীলন করেনি। কিন্তু আজ তার প্রথম বলটি ছিল নিখুঁত, যা এককথায় অসাধারণ। আমাদেরও তার ওপর অনেক আস্থা। আমি ১০০ ভাগ আত্মবিশ্বাসী তার সামর্থ্যে। কোনো অনুশীলন না করলেও তার ওপর আমার আস্থা থাকবে।’

সাকিব আল হাসান শেষ মুহূর্তে দলে যোগ দেওয়াতে পাঁচ বোলার নিয়ে একাদশ সাজাতে পেরেছে বাংলাদেশ। সাকিব না থাকলে হয়তো চার বোলার নিয়েই খেলতে হতো। হেরাথ বলছেন, সাকিব একাদশে ভারসম্য এনে দেন।

হেরাথ বলেন, ‘সাকিব থাকলে দলের মধ্যে ভালো একটা ভারসাম্য তৈরি হয়। সে না থাকলে আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হয়, যে ব্যাট ও বলে অবদান রাখতে পারবে। সে যদি সব সময় খেলে, তাহলে দলও সব সময় ভারসাম্যপূর্ণ হবে। আজ খুবই ভালো বল করেছে। সে-ই সবচেয়ে কম রান দেওয়া বোলার।’

বিজ্ঞাপন

আজ প্রথম দিনের শুরুতেই শ্রীলংকার দুই ওপেনারকে ফেরালেও পরে আর সেই গতিটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুস দারুণ এক সেঞ্চুরি করে অপরাজিত আছেন। তার সঙ্গে উইকেটে জমে গিয়ে দিন শেষ করেছেন দিনেশ চান্ডিমাল। তবু হেরাথের লক্ষ্য কাল ১২০-১৩০ রানের মধ্যে লংকানদের বাকি কয়েকটি উইকেট তুলে নেওয়া।

হেরাথ বলেন, ‘ওরা (শ্রীলংকা) ৪ উইকেটে ২৫৮ রান করেছে, আমি নিশ্চিত কাল সকালে যত দ্রুত সম্ভব আমাদের দুটি উইকেট নিতে হবে। আমরা ওদের চারশ রানের নিচে থামাতে চাই। তাই আর ১২০-১৩০ রানের মধ‍্যে ওদের বাকি ছয় উইকেট নিতে হবে।’

টপ নিউজ রঙ্গনা হেরাথ সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর