Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলের অধিনায়ক মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ১৪:৫৫ | আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৫:০০

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন। দুই ফরম্যাটের সিরিজেই নেতৃত্বের জন্য মিঠুনকে বেছে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। আসন্ন সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজে ভিন্ন কন্ডিশন। নেতৃত্ব পাওয়া মিঠুনের কণ্ঠে ফুটে উঠল ভিন্ন কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনের আকাঙ্খা। সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের পুরো জীবনটাই তো একটা অভিজ্ঞতা। যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, অভিজ্ঞতা কাকে বলে- খেলতে খেলতে একটা সময় গিয়ে আপনি অভিজ্ঞ হবেন। আমরা আলাদা একটা কন্ডিশনে খেলতে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজে তো খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাই না, আন্তর্জাতিকও না, এ টিম বা অন্য সেক্টর তো বাদই দিলাম।’

মিঠুন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে যদি আমরা খেলতে পারি, ওই কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া হবে সফল হতে হলে কী করতে হবে। এটা ব্যাটার বা বোলার সবার ক্ষেত্রে। বোলারের লেন্থ কোনটা, ব্যাটারের খেলার ওয়ে কোনটা। এইগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতা। পরে যদি (জাতীয় দলে) কখনও ওখানে সুযোগ হয় ব্যাক অব দ্য মাইন্ড থাকবে।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১০ টেস্ট, ৩৪ ওয়ানডে আর ১৭ টি-টোয়েন্টি খেলা মিঠুন দল থেকে বাদ পড়েছেন ২০২১ সালের জুলাইয়ে। তার বাদ পড়ার অভিজ্ঞতাটা অবশ্য একেবারেই ভালো ছিল না। নানান সমালোচনার পর বাদ পড়েছিলেন।

তবে জাতীয় দলের পাইপলাইনে আছেন ভালোভাবেই। টাইগার ক্রিকেট প্রকল্পে ছিলেন দীর্ঘদিন। এবার ‘এ’ দলের নেতৃত্বই পেলেন।

বিজ্ঞাপন

সেন্ট লুসিয়ার ড‌্যারেন স‌্যামি ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ খেলবে ‘এ’ দল। ২৯ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে ‘এ’ দলের। চার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ৪ আগস্ট। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট। তিনটি ওয়ানডে যথাক্রমে- ১৬, ১৮ ও ২০ আগস্ট।

চারদিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।

একদিনের ম্যাচের দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ ‘এ’ দল মোহাম্মদ মিঠুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর