চার বছরে ৩৭ টেস্ট, ৬৮ ওয়ানডে, ৬৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
১৭ আগস্ট ২০২২ ১৬:২৩
আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ হয়েছিল আগেই। তাতে জানা যায়, আগামী সূচিতে ম্যাচের সংখ্যা বাড়ছে বাংলাদেশের। আজ পূর্নাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত এফটিপির এই চার বছরের চক্রে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৬৮ ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে চক্র, শেষ হবে ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাওয়ার মধ্য দিয়ে। এই সময়ে ৩৭টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ৬৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
ম্যাচের সংখ্যা বেড়েছে আন্তর্জাতিক সূচিতেও। বর্তমান চক্রে আইসিসির ১২টি টেস্ট খেলুড়ে দেশ খেলছে সবমিলিয়ে ৬৯৪টি ম্যাচ। আসন্ন চক্রে সেটি বেড়ে দাঁড়াবে ৭৭৭টিতে। এতে টেস্ট থকেছে ১৭৩টি, ওয়ানডে ২৮১টি ও টি-টোয়েন্টি ৩২৩টি।
চার বছরে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি:
২০২৩ সাল:
মার্চ: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল
মার্চ-এপ্রিল: ১টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল
মে: তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ
জুন: দুটি টেস্ট, তিনিট ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে আফগানিস্তান
জুন-জুলাই: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (ভারত)
সেপ্টেম্বর: এশিয়া কাপ
সেপ্টেম্বর: তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড
নভেম্বর-ডিসেম্বর: দুটি টেস্ট খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যন্ড
ডিসেম্বর: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ
২০২৪ সাল:
ফেব্রুয়ারি-মার্চ: দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে শ্রীলংকা
এপ্রিল: দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে
জুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র)
জুলাই: দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
আগস্ট-সেপ্টেম্বর: দুটি টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ
সেপ্টেম্বর-অক্টোবর: দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত যাবে বাংলাদেশ
অক্টোবর-নভেম্বর: দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা আসবে বাংলাদেশে
নভেম্বর-ডিসেম্বর: দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ
২০২৫ সাল:
ফেব্রুয়ারি-মার্চ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)
মার্চ-এপ্রিল: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে
মে: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ
জুন-জুলাই: দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলংকা যাবে বাংলাদেশ
আগস্ট: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে ভারত
সেপ্টেম্বর: এশিয়া কাপ
অক্টোবর: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ
নভেম্বর-ডিসেম্বর: দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড
২০২৬ সাল:
মার্চ-এপ্রিল: দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে
এপ্রিল: তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
জুন: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে অস্ট্রলিয়া
জুলাই-আগস্ট: দুটি টেস্ট, তিনটি ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ
আগস্ট: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ
অক্টোবর-নভেম্বর: দুটি টেস্ট খেলতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ
নভেম্বর-ডিসেম্বর: দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ
২০২৭ সাল:
ফেব্রুয়ারি: দুটি টেস্ট খেলতে বাংলাদেশ আসবে ইংল্যান্ড
মার্চ: দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ
সারাবাংলা/এসএইচএস