Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুনছেন তুখেল-কন্তে

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২২ ১৫:২৪

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২২/২৩ মৌসুমের প্রথম লন্ডন ডার্বিতে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হয় টটেনহাম হটস্পার্স। ঘরের মাঠে দুইবার এগিয়ে গিয়েও ম্যাচের শেষ মিনিটে হ্যারি কেইনের গোলে স্পার্সের সঙ্গে ড্র করতে হয় চেলসিকে। ম্যাচের উত্তেজনা ছড়িয়েছে ডাগআউটেও, চেলসির কোচ থমাস তুখলে আর টটেনহাম কোচ অ্যান্তোনিও কন্তে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুইজনই। আর এতেই আরও জমে ওঠে লন্ডন ডার্বি।

বিজ্ঞাপন

এর পাঁচ দিন পর দুই কোচই বড় শাস্তির মুখে পড়লেন। যেখানে চেলসি কোচ থমাস তুখেলের কাঁধেই দায় পড়েছে বেশি। কন্তের সঙ্গে ঝামেলায় জড়ানোর শাস্তি হিসেবে ব্লুজ কোচকে দেওয়া হয়েছে ১ ম্যাচের ডাগআউট নিষেধাজ্ঞা, সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৩৫ হাজার পাউন্ড। টটেনহাম হটস্পার কোচ কন্তেও অবশ্য দায়মুক্তি পাননি। তাকে জরিমানা করা হয়েছে ১৫ হাজার পাউন্ড।

চেলসি কোচের সাজা কার্যকর করার আগে অবশ্য একটি ‘শর্ত’ আছে। বিস্তারিত রায় লিখিত আকারে প্রকাশের আগপর্যন্ত তা স্থগিত থাকবে। এর মধ্যে করা যাবে আপিলও। যার অর্থ, আজ প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে ম্যাচে ডাগআউটেই থাকবেন চেলসির জার্মান কোচ।

ম্যাচের ৬৮তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে পারেননি চেলসির জর্জিনিহো। বেন ডেভিসের পাসে বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন হইবার্গ।গোলের পর আগ্রাসী ভঙ্গিতে চেলসির ডাগআউটের দিকে ছুটে যান টটেনহ্যাম কোচ কন্তে, তার দিকে এগিয়ে যান চেলসি কোচ টুখেলও। তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই কোচই দেখেন হলুদ কার্ড।

এরপর খেলা শেষ হলেও উত্তেজনার তখনও বাকি ছিল। ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই কোচ হাত মেলানোর সময় দুইজন দুইজনের হাত জোরে চেপে ধরেন। আর সেখানে আবারও কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন তুখেল ও কন্তে সেই ঘটনা গড়ায় হাতাহাতির পর্যায়ে। শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা আলদা করেন দুই কোচকে। এরপর দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

সব মিলিয়ে চেলসি–টটেনহামের লন্ডন ডার্বিতে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিকবার। ইংল্যান্ড ফুটবলের কর্তৃপক্ষ সংস্থা এফএ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, টুখেল ও কন্তে দুজনই ম্যাচ শেষের আচরণ ‘অযথাযথ’ ছিল বলে স্বীকার করেছেন এবং একটি লিখিত শুনানির আবেদন করেছেন। এ বিষয়ে একটি স্বাধীন নিয়ন্ত্রণ কমিশন এফএর রুল–৩ ভঙ্গের দায়ে টুখেলকে ৩৫ হাজার পাউন্ড জরিমানা ও এক ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা এবং কন্তেকে ১৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। তারা আপিল করতে পারবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

অ্যান্তোনিও কন্তে ইংলিশ প্রিমিয়ার লিগ-ইপিএল থমাস তুখেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর