Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালো–খারাপ মাঠে প্রমাণ হবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ০০:০০

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানদের তুলনায় বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে সহজ। তারপর থেকেই কে ভালো, কে খারাপ সেই চর্চা চলছে। মেহেদি হাসান মিরাজ অবশ্য সে আলোচনায় গা ভাসাতে চাইলেন না। বলেছেন কে ভালো, কে খারাপ মাঠেই তার প্রমাণ হবে।

গতকাল শারজায় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ৩০ আগস্ট সেই শারজাতেই আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে নামার আগে কদিন ধরেই  অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ রোববার (২৮ আগস্ট) অনুশীলনের ফাঁকে মেহেদি হাসান মিরাজ বলছিলেন, ‘ভালো–খারাপ মাঠে প্রমাণ হবে। ভালো দল মাঠে খারাপ খেললে হেরে যায়। খারাপ দল ভালো খেললে জিতে যায়। ভালো–খারাপ ব্যাপারটি এমন না। মাঠে বোঝা যাবে কারা ভালো, কারা খারাপ। এটা মন্তব্য করতে চাই না। আমরা ভালো খেলতে চাই মাঠে। প্রমাণ দিতে চাই মাঠে। আগে থেকে অনুমান না করে মাঠে ভালো খেলতে হবে।’

শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্ট। নতুন বলে অসাধারণ এক স্পেল করেছেন ফজল হক ফারুকি। মুজিব-উর রহমান, মোহাম্মদ নবি, রশিদ খানরা ছিলেন স্ব-প্রতিভ। যাতে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা। মিরাজ জানালেন, আফগান বোলিং আক্রমণ সামলাতে ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন তারা।

মিরাজ বলেন, ‘অবশ্যই ওদের বোলিং অনেক ভালো। আমাদের ব্যাটসম্যানরাও অনেক ভালো। শেষ যে কদিন প্রস্তুতি নিয়েছি, ওদের বোলারদের নিয়ে আলাদা করে প্রস্তুতি নিয়েছি। কয়েকটা বোলারকে কীভাবে খেলতে হবে। তাদেরকে কীভাবে সামলাব। এখন মাঠে বাস্তবায়ন করতে হবে। টি-টোয়েন্টিতে প্রতি ওভারেই মোমেন্টাম বদলে যায়। একটা ওভারেই বদলে যেতে পারে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ভালো হয়েছে প্রস্তুতি। গতকাল একসঙ্গে খেলাও দেখেছি আমরা। দলের মধ্যে বন্ধনটা ভালো আছে। ব্যক্তিগত দিক দিয়ে প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি, ভালো কিছু হবে নিজের জায়গা থেকে শতভাগ দিতে পারলে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর