শুরুতেই মুজিব উর রহমানের ঘূর্ণিতে বিধ্বস্ত বাংলাদেশের টপ অর্ডার। পাওয়ার প্লে’র ভেতরেই সাজঘরে তিন টপ অর্ডার ব্যাটার। এরপর ইনিংসের মাঝপথেই বাংলাদেশের পাঁচ ব্যাটার ফিরেছেন সাজঘরে।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়েছেন মুজিব উর রহমান। এরপর রশিদ খানের ঘূর্ণির কাছে পরাস্ত মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন। ১১ ওভার শেষে বাংলাদেশ ৫৫ রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট।
শুরুটা ওপেনার নাঈমকে দিয়ে। ব্যাট করতে নেমে প্রথম ওভারটা নড়বড়ে ভাবেই খেলেন ওপেনার মোহাম্মদ নাঈম। ফজলহক ফারুকিকে সামলানোর পরের ওভারেই বল হাতে আসেন মুজিব উর রহমান। দ্বিতীয় ওভারের শেষ বলটি সামনের দিকে খেলতে চেয়েছিলেন কিন্তু বলের লাইন মিস করেন নাঈম আর মুজিবের বল আঘাত হানে স্টাম্পে। ৮ বলে ৬ রান করেন নাঈম। বাংলাদেশ দ্বিতীয় ওভারে ৭ রানে হারায় প্রথম উইকেট।
এরপর উইকেটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রাথমিক ধাক্কা কাটাতে বিজয়কে সঙ্গে দিচ্ছিলেন সাকিব। তবে বিজয় পারলেন না সাকিবকে সঙ্গ দিতে। চতুর্থ ওভারের শেষ বলটি করেন মুজিব। ওই বলটি ক্রস ব্যাটে খেলেন বিজয় আর মিস করেন বলের লেন্থ, বল গিয়ে আঘাত হানে বিজয়ের পায়ে জোরালো আবেদন করে আফগান খেলোয়াড়রা। কিন্তু আম্পায়ার অনড় থাকেন। তবে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোহাম্মদ নবী। তৃতীয় আম্পায়ার পরে আউটের সিদ্ধান্ত দেন। আউট হওয়ার আগে ১৪ বলে ৫ রান করেন বিজয়। পরের ওভারে নাভিন উল হককে আক্রমণ করে ব্যাট চালাতে থাকেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারের প্রথম পাঁচ বল থেকে দুটি বাউন্ডারি থেকে ৯ রান নেন সাকিব।
ষষ্ঠ ওভারে বল হাতে আবারও আসেন মুজিব উর রহমান। প্রথম বল থেকে দুই রান নেন সাকিব। তবে দ্বিতীয় বলটি আর মোকাবিলা করতে পারেননি সাকিব। মুজিবের করা বলটি উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন সাকিব। আউট হওয়ার আগে ৯ বলে ১১ রান করেন সাকিব। বাংলাদেশ ২৪ রানে হারায় তৃতীয় উইকেট।
চারে ব্যাট করতে এসে অভিজ্ঞ মুশফিকুর রহিমও দলের বিপর্যয়ে হাল ধরতে পারনেনি। ৭ম ওভারে বল হাতে আসা রশিদ খানের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন মুশফিকও। রশিদ খানের গুগলিতে পরাজিত হন মুশি। আউট হওয়ার আগে ৪ বলে মাত্র ১ রান করেন তিনি। বাংলাদেশ ২৮ রানে হারায় চতুর্থ উইকেট।
ছয় নম্বরে ব্যাট করতে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটি কিছুটা আশা জাগালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই জুটিতে ভর করে ১০ ওভারে বাংলাদেশ পূর্ণ করে অর্ধশতক। তবে জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১তম ওভারের তৃতীয় বলে রশিদ খানের বল এলবি হয়ে ফেরেন আফিফ। আউট হওয়ার আগে আফিফ ১৫ বলে ১২ রান করেন আর বাংলাদেশ ৫৩ রানে হারায় ৫ম উইকেট।
৬ষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। এই রিপোর্ট লেখা অবধি এই জুটি থেকে এসেছে ২০ বলে ২৬ রান। ১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৯ রান। রিয়াদ ২২ আর মোসাদ্দেক ১৮ রানে অপরাজিত আছেন।