কোহলি বীরত্বগাঁথা
২৩ অক্টোবর ২০২২ ১৮:৩৮
ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যাট হাতে নামতে হলো বিরাট কোহলিকে। ওপেনার লোকেশ রাহুল তখন ফিরেছেন দলীয় মাত্র ৭ রানে। এরপর উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে দেখলেন একে একে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আর অক্ষত প্যাটেলের ফেরা। তবে দমে যাননি কোহলি। এক প্রান্ত ঠিকই আকড়ে ধরে রেখেছিলেন ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে ছিটকে যেতে দেননি ম্যাচ থেকে।
১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ যখন ৪৫ রান তখন উইকেটের এক প্রান্ত আকড়ে রাখা কোহলির রান ২১ বলে মাত্র ১২। সেখান থেকে পরের ১০ ওভারে ভারত তুলেছে ১১৫ রান যার মধ্যে কোহলি করেছেন ৩২ বলে ৭০ রান। অর্থাৎ মোট রানের প্রায় ৭০ শতাংশ রানই এসেছে তার ব্যাট থেকে।
টানটান উত্তেজনার ম্যাচে ভারতের শ্বাসরুদ্ধকর জয়
তবে এখানেই শেষ নয় কোহলি বীরত্বগাঁথার গল্প। শেষ তিন ওভারে জয়ের জন্য ৪৮ রানের প্রয়োজন ছিল ভারতের। ১৮তম ওভারে বল হাতে আসেন শাহিন শাহ আফ্রিদি। ওই ওভার থেকে ১৫ রান নেন কোহলি। পরের ওভারে হারিস রউফের প্রথম ৪ বল থেকে ৩ রান নেয় ভারত। তখন মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য চেপে যাচ্ছে পাকিস্তানের দিকেই। তবে আরও একবার ভারতের ত্রাণকর্তা সেই কোহলিই। রউফের ওভারের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচে ফেরান কোহলি।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৬ রানের, প্রথম বলে পান্ডিয়াকে তুলে নিয়ে লড়াই জমিয়ে তোলেন মোহাম্মদ নওয়াজ। তবে বিপত্তি ঘটে চতুর্থ বলে এসে। কোহলিকে ফুলটস বল দিয়ে বসেন নওয়াজ। সেই বল কিছুটা এগিয়ে এসে বাউন্ডারি পার করেন কোহলি। পরবর্তীতে আম্পায়ার নো বল ডাকেন। ৩ বলে ১৩ রানে থেকে ৩ বলে মাত্র ৬ রানের দরকার হয়ে যায় ভারতের। এরপর ফ্রি হিট বলে কোহলি বোল্ড হলেও তিন রান নেন কোহলি।
তবে উত্তেজনার তখনও অনেক বাকি। পঞ্চম বলে দীনেশ কার্তিক স্ট্যাম্পিং হলে শেষ বলে ২ রানের দরকার পড়ে ভারতের। পরের বলটি ওয়াইড দেন নওয়াজ। শেষ বলে জয়ের জন্য ১ রানের দরকার পড়ে ভারতের আর শেষ বলে রবিচন্দ্রন অশ্বিন চার হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন।
অশ্বিন লং অনের ফিল্ডারের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে এক রান নিয়ে জয় এনে দেন। অন্যদিকে গর্জে ওঠেন কোহলিও। বীরদর্পে ভারতকে জয় এনে দিয়ে গর্জন দিয়ে উঠেছেন তিনি। ম্যাচ শেষে রোহিত শর্মা কোহলিকে কাঁধে তুলে নেন। আর হয়ত জানান দেন কোহলি ফুরিয়ে যাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস