Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেক ফিল্ডিং’ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তুলবে বিসিবি?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ১৭:০৭

বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ডিএল ম্যাথোডে ভারতের বিপক্ষে কাল ৫ রানে হেরেছে বাংলাদেশ। বড় কোনো টুর্নামেন্টে কাছে গিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটা আরেকটি হারের ঘটনা। কাছে গিয়ে হেরা ম্যাচে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ‘ফেক ফিল্ডিং’য়ের অভিযোগ তুলেছিল বাংলাদেশ। অভিযোগ আমলে নিলে বাংলাদেশের স্কোরে যোগ হতো ৫ রান। দিন শেষে ৫ রানেই হেরেছে বাংলাদেশ। আপত্তি স্বত্বেও ভেজা মাঠে খেলতে হয়েছে সাকিব আল হাসানের দলকে, একটা নিয়ে উঠছে কথা। এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কি আনুষ্ঠানিক অভিযোগ তুলবে?

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, অনুষ্ঠানিক অভিযোগ তোলার বিষয়টি অতো সহজ নয়।

বৃষ্টি শেষে মাঠ ভেজা ছিল বলে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারকে বারবার মাঠ শুকানো পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু তাতে লাভ হয়নি। ভেজা উইকেটে খেলতে হয়েছে বাংলাদেশকে। যাতে সমস্যাও হয়েছে। অসাধারণ খেলতে থাকা লিটন দাসের রান আউট হওয়ার বড় কারণ ভেজা পিচে পা পিছলে যাওয়া।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশ ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে বল হাতে না নিয়েই বল ছোড়ার ভান করছিলেন বিরাট কোহলি। নিয়ম অনুযায়ী সেটা ‘ফেক ফিল্ডিং’। ‘ফেক ফিল্ডিং’ নিয়ম মতে বাংলাদেশের স্কোরে ৫ রান যোগ হওয়ার কথা ছিল। ম্যাচ শেষে ফেক ফিল্ডিং নিয়ে অভিযোগ করেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

ঘটনার সময় ক্রিজে থাকা ব্যাটার নাজমুল হোসেনও শান্ত আম্পায়ারের কাছে অভিযোগ তোলেন। কিন্তু আম্পায়ার তাকে বলেন ‘তারা এমন কিছু দেখেননি’। রিপ্লে দেখে পরিস্কার হওয়ার সুযোগ থাকলেও তা করেননি আম্পায়ার।

বিষয়গুলো নিয়ে নিয়ে বিসিবি আনুষ্ঠানিক অভিযোগ তুলবে কিনা এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘কিছু হলেই যে বোর্ডের মাধ্যমে আলাপ করা হবে, ব্যাপারটা এত সহজ না। এটা তো স্কুল নয় যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। পরিস্থিতিটা সে রকম না। তারপরও আমরা যেন প্রপার ফোরামে গিয়ে কথা বলতে পারি, সেটা মাথায় আছে।’

ভেজা মাঠে খেলা বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সঙ্গে)। সাকিব বারবার বলছিল যে, “আরও সময় নিয়ে মাঠ শুকাও, আরেকটু সময় নিয়ে খেলা শুরু করো।” কিন্তু আম্পায়ারদের, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কী খেলবেন না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

জালাল ইউনুস টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বিসিবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর