ফেভারিট তকমায় নয়, বাস্তববাদী হতে হবে: মেসি
১৫ নভেম্বর ২০২২ ১৩:০৭
২৮ বছরের অপেক্ষার অবসান ঘুচিয়ে জিতেছেন কোপা আমেরিকা। এরপর টানা ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। দলও আছে দুর্দান্ত ফর্মে। আর তাই তো কাতার বিশ্বকাপ শুরুর আগে ফেভারিটের তকমা গায়ে লেগেছে লিওনেল মেসিদের। তবে এবারের বিশ্বকাপে কোনো ফেভারিট তকমা তত্ত্বে বিশ্বাসী নন মেসি। তিনি মনে করছেন দলের সবাইকে বাস্তবাদী হতে হবে এবং ম্যাচ ধরে খেলতে হবে।
ইউনিভার্সো ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন, ‘আমরা দুর্দান্ত ফর্মে থেকেই বিশ্বকাপ খেলতে যাচ্ছি। কিন্তু ফেভারিট তত্ত্বে বিশ্বাস করে কোনো ফাঁদে পড়তে চাই না। আমাদের বাস্তবাদী হতে হবে। তারপর ধারাবাহিকভাবে ম্যাচ ধরে ধরে খেলতে হবে।’
৩৬ বছর ধরে বিশ্বকাপ খরায় ভুগছে আর্জেন্টিনা। শেষবার ১৯৮৬ সালে বিশ্বকাপ এনে দিয়েছিলেন কিংবদন্তি ম্যারাডোনা। এবার ফেভারিট তকমা পাওয়া আর্জেন্টিনা আছে দুর্দান্ত ফর্মে। তাই তো সমর্থকরা এবার দেখছে বিশ্বকাপের খরার শেষ। তবে মেসি সে সবে কান দিচ্ছেন না। তিনি নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবছেন। এবারের বিশ্বকাপে সব দলই যে কঠিন প্রতিপক্ষ হবে সেটাও জানিয়েছেন মেসি। বিশেষ করে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ভুগতে হতে পারে বলেও মনে করছেন তিনি।
মেসি বলেন, ‘এখন সব দলই কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে। এই অপরাজেয় থাকা অবস্থায় আমরা ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ পাইনি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। কারণ দক্ষিণ আমেরিকান দলগুলোও প্রতিপক্ষ হিসেবে কঠিন।’
কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের সঙ্গে ফেভারিটের তকমা উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গায়েও। আর তা অকপটে স্বীকারও করে নিয়েছেন মেসিও। তিনি বলেন, ‘ফ্রান্স দুর্দান্ত দল। হ্যাঁ! তাদের কয়েকজন খেলোয়াড় চোটগ্রস্ত। কিন্তু দলে অনেকেই আছে যারা ভয় ছড়াতে পারে। ব্রাজিলেরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। বিশেষ করে ফাইনাল থার্ডে যে কাউকে পরাস্ত করতে পারে। আছে ভালো নম্বর নাইন ও নেইমার।’
আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ নভেম্বর। সেদিন সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা গ্রুপে আছে মেক্সিকো ও পোল্যান্ড। ২৭ নভেম্বর লিওনেল মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো, ১ ডিসেম্বর খেলবে পোল্যান্ডের বিপক্ষে।
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি