Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগেই ঢাবি ক্যাম্পাসে লোকারণ্য

ঢাবি করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানেই বড় পর্দা, সেখানেই এখন মানুষ আর মানুষ। আর্জেন্টিনা-পোল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি রাত ১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেড় ঘণ্টা আগে থেকেই পর্দার সামনের জায়গাগুলোতে তিল ধারণের ঠাঁই মিলছে না। বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুহসীন হল মাঠসহ আশেপাশের জায়গাগুলোতে বাড়তে থাকে মানুষের ভিড়।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়—বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের অর্ধেক মানুষে পূর্ণ। টিএসসির অবস্থাও সেরকমই। সেখানে থাকা দুটো বড় পর্দার সামনে এখন মানুষের ভিড়। সময় যতোই গড়াচ্ছে, ততোই বাড়ছে ভিড়। ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের জার্সি পরে আসা দর্শকের ভিড়ি রঙিন ছোঁয়া পেয়েছে পুরো ক্যাম্পাস। খেলা দেখতে আসা দর্শকদের হাতে থাকা পতাকা-বাঁশি এই সৌন্দর্য বাড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, গ্রুপ সি’তে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলতে রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পোল্যান্ড। এই ম্যাচে জিতে গেলেই কোনো অন্যকোনো সমীকরণে না গিয়েই পরের পর্বে চলে যাবে আর্জেন্টিনা। হেরে গেলে থাকবে না কোনো সুযোগ। অন্যদিকে ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো ও সৌদি আরবের মধ্যকার ম্যাচের দিকে। এই ম্যাচে সৌদি আরব জিতে গেলে পোল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া অন্যকোনো বিকল্প থাকবে না আর্জেন্টিনার সামনে। আর মেক্সিকো জিতে গেলে এবং আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব।

তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা খেলাপাগল আর্জেন্টিনা সমর্থকরা কোনো সমীকরণের হিসেবেই যেতে নারাজ। লিওনেল মেসির আর্জেন্টিনা জয় নিয়েই মাঠ ছাড়বে—এমনটাই বিশ্বাস করছেন তারা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে খেলা দেখতে আসা শাফাত রহমান সারাবাংলাকে বলেন, ‘যে দলে লিওনেল মেসি আছে, সে দলকে নিয়ে সবচে খারাপ মুহূর্তেও আত্মবিশ্বাস রাখা যায়। আমরা জিতে আসব। নক আউটে খেলব এবং আমি বিশ্বাস করি, এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে’

টিএসসি চায়ের দোকানগুলোর সঙ্গে লাগোয়া দেয়ালে আগে থেকেই বসে নিজের জায়গা দখল করেছেন অনেকেই। এদের একজন মাহমুদুল হাসান অনিক৷ সুবিধাজনক জায়গায় বসে ম্যাচ দেখবেন বলে কয়েকজন বন্ধুসহ আগে থেকেই তার এই অবস্থান।

অনিক সারাবাংলাকে বলেন, ‘এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের ফলাফল দেখে অনেকেই অনেককিছু ভাবতেই পারেন। তবে একটা কথা হলো, আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবেই। সেকেন্ড ম্যাচই তার প্রমাণ। আজও আর্জেন্টিনা জিতে আসবে’

খেলা দেখতে ক্যাম্পাসে সরব আছেন ব্রাজিল, জার্মানিসহ অন্যদলের সমর্থকরাও। হলুদ জার্সি গায়ে টিএসসিতে আসা ব্রাজিল সমর্থক সাইফুল ইসলাম রবিন সারাবাংলাকে বলেন, ‘আর্জেন্টাইন সমর্থকদের মাটিতে এক পা রাখা জরুরি। প্রথম ম্যাচ তো সবাই দেখেছেন। দ্বিতীয় ম্যাচে মিডফিল্ড ও ডিফেন্সের যা অবস্থা আর্জেন্টিনা দেখিয়েছে, তা নিয়ে পরের পর্বে যাওয়া নিয়েই তো আমি সন্দিহান।’

সারাবাংলা/আরআইআর/এসএস

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড কাতার বিশ্বকাপ ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর