২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে স্কালোনি
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৭
আর্জেন্টিনাকে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল স্কালোনি। তার হাত ধরেই এসেছে কোপা আমেরিকার শিরোপা। ঘুচেছে আর্জেন্টিনার শিরোপাখরাও। তাই তো স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নটা কেবল সময়ের ব্যাপার ছিল আর্জেন্টিনার। অবশেষে এলো তথ্য আর্জেন্টিনার সঙ্গে আগামী ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপ প্রর্যন্ত চুক্তি নবায়ন করল আর্জেন্টিনা।
যদিও এখনো অফিসিয়ালি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন থেকে কোনো ঘোষণা দেয়নি স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের। তবে ফেডারেশনের প্রধানের সঙ্গে ইতোমধ্যেই একমতে পৌঁছেছেন স্কালোনি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
কাতার বিশ্বকাপ শেষের পর থেকেই স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের গুঞ্জন শুরু হয়। তবে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে সময় নেয় একটু বেশি। বিশ্বকাপ শেষের দুই মাস পরে এসে অর্থনৈতিক ব্যাপারগুলোতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন স্কালোনি।
তবে লিওনেল স্কালোনির কোচিং স্টাফদের মধ্যে অনেকেই ইতোমধ্যে ছেড়েছেন আর্জেন্টাইন ফেডারেশন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রদ্রিগো ব্যারিওস। তিনি ছিলেন আর্জেন্টিনার ফিজিক্যাল ট্রেনার। তবে বেশিরভাগ স্টাফই স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার হয়ে কাজ চালিয়ে যাবেন। যারা কাজ চালিয়ে যাবেন তাদের মধ্যে অন্যতম পাবলো আইমার।
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা চুক্তি বর্ধিত বিশ্বকাপজয়ী কোচ লিওনেল মেসি লিওনেল স্কালোনি