নিশ্চিন্ত ক্লপ, বাকরুদ্ধ গার্দিওলা
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১০
প্রিমিয়ার লিগে সময়টা একটুও ভালো কাটছে না লিভারপুলের। ইয়্যুর্গেন ক্লপের দল পয়েন্ট হারাতে হারাতে লিগ টেবিলের ৮ নম্বরে লিভারপুল। অন্যদিকে আর্সেনালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পরের ম্যাচেই নটিংহাম ফরেস্টের বিপক্ষে ড্র করে লিড হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুল জয়ের ধারায় ফেরায় নিশ্চিন্ত এখন ইয়্যুর্গেন ক্লপ। অন্যদিকে পয়েন্ট খুইয়ে বাকরুদ্ধ ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।
দুর্দান্ত ফর্মে থাকা নিউ ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে লিভারপুল। টানা ১৭ম্যাচ অপরাজিত থাকার পর লিভারপুলের কাছে হারল নিউ ক্যাসল। আর এটিই অল রেডদের টানা দ্বিতীয় জয়। এই জয়ে স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষ ক্লপ বলেন, ‘যখন আপনি সেরা মুহূর্তে না থাকবেন, তখন আপনাকে লড়াই করতে হবে এবং আমরাও এটিই করেছি। টানা দ্বিতীয় জয় পাওয়ায় সত্যি বলছি খুব ভালো লাগছে। এই মৌসুমে এর আগে আমরা এমনটি করতে পারিনি বলে আমাদের জন্য ভালো দিন।’
নিউ ক্যাসলের মাঠে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই দুই গোলে এগিয়ে যায়। আর পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে রূপ নেয় স্বাগতিকেরা। ফলে কালকের ম্যাচে অল রেডদের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষদের বাগে পেয়েও আর কোনো গোল করতে পারেনি মোহাম্মদ সালাহ, কোডি গাকপোরা। দলের হয়ে গোল দুটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া ডারউইন নুনেজ ও গাকপো।
চলতি মৌসুমে ২২ ম্যাচে এটি লিভারপুলের ১০ম জয়। আর লিগের শেষ পর্যন্ত লড়াই করতে মুখিয়ে আছে লিভারপুল। ক্লপ বলেন, ‘আমরা প্রতিযোগিতায় আছি এমনটা বলা ভুল হবে। তবে অবশ্যই আমরা লড়াই চালিয়ে যাব এবং সামনে কী অপেক্ষা করছে তা দেখব।’
এদিকে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে থাকা আর্সেনালের থেকে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তবে আর্সেনালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ব্যবধান কমিয়ে ফেলে ম্যানসিটি। উঠেছিল লিগের শীর্ষেও। তবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের শেষ দিকে এসে গোল হজম করে ড্র করে পয়েন্ট হারিয়েছে। সেই সঙ্গে হারিয়েছে লিগের শীর্ষস্থানও।
২৪ ম্যাচে ১৬ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ১৭ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তবে এভাবে পয়েন্ট হারিয়ে বাকরুদ্ধ সিটি কোচ পেপ গার্দিওলা।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি হয়তো দিনটা আমাদের ছিল না তাই। গোলরক্ষক থেকে এক মিটার দূরেও আমরা গোলের সুযোগ হাতছাড়া করেছি। শুধু একবার নয় বেশ কয়েকবার গোল করতে পারিনি। এ জন্যই আমরা জিতবে পারিনি। এ ব্যাপারে আমি কী বলতে পারি?’
তবে জয় হাতছাড়া হলেও দলের পারফরম্যান্স নিয়ে তুষ্ট গার্দিওলা। শিষ্যদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমাদের দুর্দান্ত পারফরম্যান্স ছিল। কিন্তু ভালো খেলেও স্কোর বাড়াতে পারিনি আমরা। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে গোল করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথা পয়েন্ট হারাতে হয়। প্রথমার্ধে ২-০ অথবা ৩-০ হওয়া উচিত ছিল। উল্টো আমরা গোল খেয়ে পয়েন্ট হারিয়ে বসলাম। আমরা খুবই দুঃখিত এবং হতাশ। তবে আমরা সত্যি ভালো খেলেছিলাম।’
সারাবাংলা/এসএস
ইপিএল ইয়্যুর্গেন ক্লপ ইংলিশ প্রিমিয়ার লিগ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি লিভারপুল