Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডকে ৭ গোলের মালা পরাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৩ ০২:৪২

ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে রীতিমতো গোলের মালা পরাল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের জালে গুনে গুনে দিয়েছে ৬ গোল! সব মিলিয়ে ৭-০ গোলের স্মরণীয় জয় পেয়েছে ইয়ূর্গেন ক্লপের লিভারপুল।

জোড়া গোল করেছেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো, উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনেজ ও মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বদলি নেমে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোও।

বিজ্ঞাপন

রোববার (৫ মার্চ) রাতে ম্যাচের আগে দুই দলের অবস্থান ছিল দুই রকম। টেন হাগের ইউনাইটেড রীতিমতো উড়ছিল। সব মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচ অপরাজিত ছিল দলটি। গত মাসে বার্সেলোনাকে বিদায় করে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে লিগ কাপের শিরোপা জিতেছে দলটি। ২০১৭ সালের পর যেটা ছিল ইউনাইটেডের প্রথম শিরোপা।

অপর দিকে লিভারপুল ধুঁকছিল। একের পর এক হারা দলটি মৌসুম শেষে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ঘরের মাঠ অ্যানফিল্ডেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। তারপর লিগ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও জিততে পারেনি দলটি। কিন্তু আজ তারা ইউনাইটেডকে স্রেফ উড়িয়ে দিল।

প্রথামার্ধের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই অবশ্য করেছে ইউনাইটেড। কাসেমিরোর গোল অফসাইডে বাতিল না হলে এগিয়েও যেতে পারত দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন রীতিমতো ভেঙ্গে পড়ল ওল্ট ট্রাফোর্ডের দলটি। লিগে দুই দলের প্রথম দেখায় ইউনাইটেডই জিতেছিল। ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল লিভারপুল।

বিজ্ঞাপন

আজ দ্বিতীয় দেখায় দলটি প্রথম গোল পায় ম্যাচের ৪৩ মিনিটে। ৪২তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়েছিলেন কাসেমিরো। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়ে যায়। পরের মিনিটেই দারুণ এক প্রতিআক্রমণে প্রথম গোলের দেখা পায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে আরও দুই গোল আদায় করে চালকের আসনে বসে লিভারপুল। ৪৭ মিনিটে গোল করেন নুনেজ। তিন মিনিট পর লক্ষ্যভেদ করেন গাকপো। ৬৬তম মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান মোহাম্মদ সালাহ। ৮৩ মিনিটে আরেক গোল করেন সালাহ। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন নুনেজ। ৭৯তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোকে বদলি হিসেবে নামান লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। ৮৮তম মিনিটে দলের হয়ে সপ্তম গোলটি করেন ফিরমিনো।

স্মরণীয় জয়ে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে উঠে এলো লিভারপুল। ২৫ ম্যাচে অ্যানফিল্ডের দলটির পয়েন্ট এখন ৪২। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আটকে থাকল ম্যানচেস্টার ইউনাইটেড।

সারাবাংলা/এসএইচএস

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর