মিরপুরে প্রথম সেশন বাংলাদেশের
৪ এপ্রিল ২০২৩ ১২:১৫
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বেশ ভালোই এগুচ্ছে বাংলাদেশ। আগে বোলিং করতে নামা বাংলাদেশ প্রথম সেশনে তুল নিয়েছে তিন উইকেট। প্রথম সেশন শেষে আইরিশদের স্কোর ৬৫/৩।
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ইনজুরির কারণে তাসকিন আহমেদ আয়ারল্যান্ডের বিপক্ষে এই একমাত্র টেস্টটি খেলতে পারছেন না। তবে পেস আক্রমণের সেরা তারকা না থাকলেও শুরুটা দারুণই হয়েছে বাংলাদেশের।
পঞ্চম ওভারেই উইকেট পায় বাংলাদেশ। তাসকিনের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া পেসার শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পরেন আইরিশ ওপেনার মারে কামিন্স। শরিফুলের ফুল লেংথের ডেলিভারিতে লাইনে যেতে পারেননি কামিন্স, আউট হয়েছেন ৫ রান করে।
খানিক বাদে অপর ওপেনার জেমস ম্যাককালামকে স্লিপে ক্যাচ বানান অপর পেসার ইবাদত হোসেন। ২৭ রানে দুই ওপেনারকে হারানো আয়ারল্যান্ড তারপর একটা প্রতিরোধ গড়তে চেয়েছে। অ্যান্ডি বালবার্নি ও হ্যারি ট্যাক্টর মিলে বেশ ভালোই এগুচ্ছিলেন। তবে দলীয় পঞ্চাশের আগেই এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম।
তাইজুলের নিচু হওয়া বলে সুইপ শট খেলতে গিয়ে মিস করেন বালবার্নি। রিভিউ নিয়েও এলবিডব্লিউ আউট থেকে বাঁচতে পারেননি ১৬ রান করা আইরিশ অধিনায়ক। প্রথম সেশনে এরপর অবশ্য উইকেট হারায়নি আয়ারল্যান্ড। ৩ উইকেটে ৬৫ রান তুলে প্রথম সেশন শেষ করেছে সফরকারীরা।
সারাবাংলা/এসএইচএস