আমাদের বিশ্বকাপ প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গেছে: মিরাজ
২১ জুন ২০২৩ ২২:২৩
অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই ফরম্যাটে অনেক বছর ধরেই বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। বিশ্বের বাঘা বাঘা দলগুলোকে পিছিয়ে ফেলে সুপার লিগে পয়েন্ট টেবিলের তিন নম্বর দল হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে আগামী বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ক্রিকেট ভক্তদের এবং ক্রিকেটারদেরও বড় স্বপ্ন। সেসব মাথায় রেখেই বিশ্বকাপের জন্য প্রস্তত হচ্ছেন ক্রিকেটাররা। মেহেদি হাসান মিরাজ বললেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগ থেকেই।
ঈদ-উল আযহার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের পর বাংলাদেশ দল শুধু ওয়ানডেই খেলবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
আফগনা সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প চলছে ক্রিকেটারদের। এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেহেদি হাসান মিরাজ বলছিলেন, ‘আমাদের বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি, খেলছি। সামনে কোনো টেস্ট ম্যাচ নেই, এখন শুধু ওয়ানডে নিয়ে চিন্তা।’
আইসিসির ইভেন্টগুলো সাধারণত ভালো উইকেটে হয়। প্রচুর রান উঠে এভাবে তৈরি করা হয় উইকেট। ভারতের পিচগুলোও বড় স্কোর হওয়ার মতো। বাংলাদেশ দল সেভাবেই প্রস্তুত হচ্ছে বললেন মিরাজ।
মিরাজ বলেন, ‘আমরা জানি বিশ্বকাপে কী রকম খেলা হয়। কী টেম্পারামেন্টে খেলা হয়, কী রকম রানের প্রবাহ থাকে। আমরা চেষ্টা করছি সেভাবে সবকিছু করতে। আয়ারল্যান্ড সিরিজটা দেখেন, ৩০০-এর বেশি রান হয়েছে। বিশ্বকাপে কিন্তু বেশির ভাগ ম্যাচই এই রকম হবে। ৩০০-৩৫০ রান হবে। এই জিনিসগুলো কীভাবে ধারাবাহিকতা ধরে রেখে করতে পারি, সেসব নিয়েই অনুশীলন হচ্ছে।’
বিশ্বকাপের কথা বিবেচনা করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজও ট্রু উইকেটে খেলা হবে জানালেন মিরাজ, ‘অবশ্যই আমরা ট্রু উইকেটে খেলবে, যাতে ব্যাটাররা রান করতে পারে। বোলাররা যেন ভালো উইকেটেও উইকেট বের করতে পারে। রান চেক দিতে পারে। আশা করি, আমাদের এই রকমই পরিকল্পনা থাকবে।’
সারাবাংলা/এসএইচএস