Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেই রোনালদো, ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি-হালান্ড

স্পোর্টস ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৮

এ বছরের ব্যালন ডি’র পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে অনুমেয়ভাবেই আছেন লিওনেল মেসি এবং এর্লিং হালান্ড। তবে ২০ বছর পর ৩০ জন্যের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন পর্তুগিজ মহাতারকার ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই তালিকায় জায়গা হয়নি নেইমার জুনিয়রেরো। স্পেনকে নারী বিশ্বকাপ জেতানো আইতিনা বোনমাতিও আছেন নারীদের তালিকায়।

আর্জেন্টিনাকে গত বছর বিশ্বকাপ জেতানোর মেসি এর আগে সাতবার ব্যালন ডি’অর জেতেন। সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মিয়ামিতে চলে যাওয়া মেসি ৮ম বারের মতো এই পুরস্কার জেতার দৌড়ে আছেন। যেখানে আছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাবে চলে যাওয়া করিম বেনজামাও।

বিজ্ঞাপন

তবে এবারে ব্যালন ডি অর জয়ের দৌড়ে বেশ এগিয়ে আছেন এর্লিং হালান্ডও। ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন এই নরওয়েজিয়ান। গেল মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল করা হালান্ড সিটিকে এনে দিয়েছেন ঐতিহাসিক ট্রেবল। আর সে জন্য কয়েকদিন আগেই জিতেছেন উয়েফার বর্ষসেরার পুরষ্কারও।

৩০ জনের তালিকায় আছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে, সিটির কেভিন ডি ব্রুইনারা। আগামী ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম জানানো হবে। উয়েফার নারী বর্ষসেরা ফুটবলার হওয়া বোনমাতি স্পেনকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। তিনি আছেন নারীদের তালিকায়। তার জেতার সম্ভাবনাও অনেক বেশি।

সারাবাংলা/এসএস

এর্লিং হালান্ড ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি অর লিওনেল মেসি

বিজ্ঞাপন
সর্বশেষ

১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ
১২ অক্টোবর ২০২৪ ১২:১৩

ভেজা মাঠে খেলতেই চাননি মেসিরা!
১২ অক্টোবর ২০২৪ ১১:৪৯

সম্পর্কিত খবর