আঙুল ভেঙে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় সাউদি
১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৩
দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠছে এবারের বিশ্বকাপ। এর মধ্যেই দলগুলো বিশ্বকাপের দল ঘোষণা করাও শুরু করেছে। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডও। তবে বিশ্বকাপ থেকে ২০ দিন দূরে থাকতে বড় ধাক্কা কিউইদের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। আর তাতেই জেগেছে শঙ্কা তার বিশ্বকাপ খেলা নিয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে টিম সাউদির চোট গেল বিশ্বকাপের রানার-আপ দলে বড় ধাক্কা দিয়েছে। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে জো রুটের ক্যাচ নিতে গিয়ে অভিজ্ঞ পেসারের ডান হাতের বুড়ো আঙুলের হাড় স্থানচ্যুত হয়েছে। চোট পেয়ে মাঠ ছাড়ার পর পরে ব্যাটিংও করতে নামেননি তিনি। এতে করে বিশ্বকাপে খেলা নিয়ে ৩৪ বছর বয়সী পেসারকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সাউদি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা জানা যাবে আজ। গতকাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে বলেছে, ‘আগামীকাল (আজ) যখন তার চোট মূল্যায়ন করা হবে। তখন বোঝা যাবে পুনর্বাসনের সময়রেখা কেমন হবে।’
সাউদির দুঃসংবাদের দিন সিরিজও হেরেছে কিউইরা। ৩–১ ব্যবধানে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা। গতকাল সিরিজ সমতার ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে হেরেছে কিউইরা।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ইনজুরি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিম সাউদি নিউজিল্যান্ড বিশ্বকাপে শঙ্কা