পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠাল ইংল্যান্ড
১১ নভেম্বর ২০২৩ ১৪:০৭
সেমির স্বপ্নটা টিকে আছে অসম্ভব এক সমীকরণের ওপর। কাগজে কলমে সম্ভাবনা থাকলেও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্নটা কার্যত শেষ হয়ে গেছে শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়ে। নিউজিল্যান্ডকে টপকে ভারতের বিপক্ষে স্বপ্নের সেমিফাইনালে ওঠার জন্য ইডেন গার্ডেনসে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য কিছুই করতে হবে পাকিস্তানকে। ইংলিশদের বিশাল ব্যবধানে হারিয়ে কি নিউজিল্যান্ডের কপাল পুড়িয়ে সেমিতে জায়গা করে নেবে পাকিস্তান? নাকি খানিকটা ফর্মে ফেরা ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পাকা করবে?
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, অ্যাটকিনসন, আদিল রশিদ।
পাকিস্তান একাদশ
ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস