ওয়াহ-পন্টিংদের মতো শিরোপা উঁচিয়ে ধরতে চান কামিন্স
১৯ নভেম্বর ২০২৩ ০৯:২৭
২০১৫ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্য হলেও একাদশে জায়গা পাননি তিনি। আট বছর পর অস্ট্রেলিয়ার মিশন হেক্সার নেতৃত্ব দিচ্ছেন সেই প্যাট কামিন্সই। আজ আহমেদাবাদের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অজিরা। ম্যাচের আগে কামিন্স জানিয়েছেন, নিজের পূর্বসূরি অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নই দেখছেন তিনি।
এই বছরের জুনে ভারতকে হারিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উঠেছিল কামিন্সের হাতে। এটিই তার একমাত্র আন্তর্জাতিক সাফল্য। এবার দলকে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা এনে দিতে চান কামিন্স, ‘বিশ্বকাপ জেতা অনেক বড় অর্জন। ১৯৯৯, ২০০৩, ২০০৭ সালে যখন অস্ট্রেলিয়া ট্রফি জেতে তখন আমাদের সবাই অনেক ছোট ছিল। আমাদের সামনে এই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ এসেছে। আমাদের গ্রেটদের মতো শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্নই দেখছি। এটা খুবই রোমাঞ্চকর হবে এবং অবশ্যই অনেক সম্মানের।‘
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগে বলেছিলেন, এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। কামিন্সও তার সাথেই সুর মিলিয়েছেন, ‘ক্রিকেটের বিশ্ব আসরের মাঝে এটিই সবচেয়ে পুরনো। প্রতি চার বছর পরপর সব দল এই টুর্নামেন্ট খেলে। তাই ক্যারিয়ারে আমি ২-৩ বারের বেশি আসলে এই টুর্নামেন্ট খেলতেও পারবেন না। ২০১৫ বিশ্বকাপ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত হিসেবে আছে। এই বিশ্বকাপ ফাইনালটাও তেমন।’
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হেরে বিপাকে পড়েছিল অজিরা। এরপর টানা আট জয়ে ফাইনালে উঠেছে তারা। এমনটা সেশবার হয়েছিল ১৯৯৯ বিশ্বকাপে। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ওয়াহর দল। ২৪ বছর আগের সেই ফলাফল এবারও মিলে যাবে, এমনটাই চাইছেন কামিন্স, ‘১৯৯৯ সালের বিশ্বকাপ অনেক অনেক আগের কথা। সেটার সাথে মিল খোঁজাটা আসলে উচিত না। তবে যেভাবে মিলে যাচ্ছে সেটায় তো অবশ্যই খুশি, ভালোই লাগছে।’
শেষ পর্যন্ত কি ১৯৯৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটবে ২০২৩ সালে? নাকি নতুন ইতিহাস গড়ে শিরোপা উঠবে রোহিতের হাতেই?
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ প্যাট কামিন্স বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া