Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের বিকল্প খুঁজছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ১৭:০০

বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ইনজুরি সমস্যায় বাংলাদেশ। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ডাইভ দিতে গিয়ে পাজরে চোট পেয়েছেন তাসকিন আহমেদ। এই ইনজুরিতে তারকা পেসারের বিশ্বকাপ খেলা হবে কিনা তা অনিশ্চিত।

তাসকিনের পাজরে ইতোমধ্যেই স্ক্যান করানো হয়েছে। জানা গেছে, দেশী চিকিৎসকদের পাশাপাশি স্ক্যান রিপোর্ট দেখানো হবে বিদেশি চিকিৎসকদেরকেও। চিকিৎসকদের পরামর্শ মতো তাসকিন বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তাসকিন বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেটা পরে জানা যাবে। তবে তারকা পেসার যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা খেলতে পারবেন না তা মোটামুটি নিশ্চিত। বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সিরিজ খেলতে ১৫ মে রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন বাংলাদেশি ক্রিকেটাররা। চোটের ধরন যেমন তাতে এই যাত্রায় তাসকিনের থাকার সম্ভবনা কম।

শোনা যাচ্ছে, ইতোমধ্যেই তাসকিনের বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিবি। যুক্তরাষ্ট্র সিরিজের জন্য আরেক তরুণ পেসার হাসান মাহমুদকে তাসকিনের বিকল্প ভাবা হচ্ছে। জানা গেছে, হাসানকে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

তরুণ হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত জুলাইয়ে, আফগানিস্তানের বিপক্ষে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে। চলতি বছর শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ তাসকিন আহমেদ হাসান মাহমুদ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর