ক্লাব বিশ্বকাপে খেলব না এমন কথা বলিনি: আনচেলোত্তি
১০ জুন ২০২৪ ২০:৩৪
মাত্র দুই ঘণ্টার ব্যবধানেই নিজের বক্তব্য থেকে সরে আসলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। শুরুতে এক সাক্ষাৎকারে রিয়াল কোচ বলেন ফিফা ক্লাব বিশ্বকাপে তার দল অংশগ্রহণই করবে না। তবে এর কিছুক্ষণ পর রিয়াল মাদ্রিদ অফিসিয়াল বিবৃতিতে এমন বক্তব্য সঠিক নয় বলে জানায়। তারপর কার্লো আনচেলোত্তি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রিয়াল ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে না এটা তিনি বলেননি।
২০২৫ সালে অনুষ্ঠেয় বড় পরিসরের ক্লাব বিশ্বকাপে খেলতে ফিফার আমন্ত্রণে সাড়া দেবে না রিয়াল মাদ্রিদ। তাদের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, ফিফা এই টুর্নামেন্টে অংশ নেওয়া জন্য যে পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে, তা যথোচিত নয়। নতুন আঙ্গিকে ছয় মহাদেশের ৩২টি দলকে নিয়ে ক্লাব বিশ্বকাপ আগামী ২০২৫ সালের ১৫ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী রিয়ালসহ ইতোমধ্যে ২৯টি ক্লাব সেখানে অংশগ্রহণের টিকিট পেয়েছে। প্রতি চার বছর পরপর বসবে এই টুর্নামেন্ট। প্রথম আসরের আয়োজক যুক্তরাষ্ট্র।
তবে আর্থিক প্রাপ্তির সুযোগ সন্তোষজনক না হওয়ায় ফিফার পরিকল্পনায় বেঁকে বসেছে রিয়াল। সোমবার ৬৫ বছর পূর্ণ করা আনচেলত্তি ইতালিয়ান দৈনিক ইল জোর্নালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘খেলোয়াড় ও ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নেবে না। রিয়াল মাদ্রিদের একটা ম্যাচেরই মূল্য যেখানে দুই কোটি ইউরো, সেখানে ফিফা আমাদেরকে পুরো প্রতিযোগিতার জন্য এই পরিমাণ অর্থ দিতে চাইছে। নেতিবাচক ব্যাপার।’
ক্লাব বিশ্বকাপে আরও অনেক ক্লাবই খেলবে না বলে জানিয়েছেন তিনি, ‘আমাদের মতো আরও অনেক ক্লাবই ফিফার আমন্ত্রণ প্রত্যাখ্যান করবে।’
আনচেলোত্তির এমন সাক্ষাৎকার প্রকাশের কিছুক্ষণের ভেতরেই রিয়াল মাদ্রিদ অফিসিয়াল বিবৃতি দিয়ে এই ব্যাপারটি প্রত্যাখ্যান করে। রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিফা আয়োজিত ২০২৫ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তারা অংশ নেবে, ‘ফিফা আয়োজিত ২০২৪/২৫ মৌসুমের ক্লাব বিশ্বকাপে অংশ না দেওয়ার পরিকল্পনা আমাদের কখনোই ছিল না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের ভক্তদের আনন্দ দিতে ও আরও একটি শিরোপা জিততে পূর্ণ উৎসাহ নিয়েই আমরা নতুন এই টুর্নামেন্টে অংশ নেব।’
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিবৃতির সঙ্গে সঙ্গে কার্লো আনচেলোত্তিও টুইটারে বার্তা দেন। তিনি বলেন, আমার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে। আমি বলিনি রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। একজন কোচ হিসেবে আমি কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাই না, এটা হতে পারে না।
উল্লেখ্যে, বৃহৎ পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করলেও বিলুপ্ত হয়ে যাচ্ছে না এতদিন ধরে চলে আসা এই টুর্নামেন্টের বর্তমান সংস্করণও। সেটার নাম বদলে দেওয়া হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তবে কিছুটা পার্থক্য আনা হয়েছে ফরম্যাটে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব আগে সেমিফাইনাল থেকে টুর্নামেন্ট শুরু করলেও নতুন আঙ্গিকের ইন্টারকন্টিনেন্টাল কাপে সরাসরি ফাইনাল খেলবে তারা।
ক্লাব বিশ্বকাপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সাতটি ক্লাবকে নিয়ে সৌদি আরবে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে তারা হারিয়েছিল ফ্লুমিনেন্সেকে।
সারাবাংলা/এসএস