বার্সেলোনায় ফেরার দরজা বন্ধ: গার্দিওলা
১০ জুন ২০২৪ ২০:৪০
২০০৮ সালে বার্সেলোনার যুব দলের কোচ থেকে সরাসরি বার্সেলোনার প্রধান দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন পেপ গার্দিওলা। আর তারপর মেসি-ইনিয়েস্তা-জাভিদের নিয়ে গড়েন বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সর্বসেরা দল। ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনাতে থেকে গড়েন ইতিহাস। তবে শৈশবের এই ক্লাবে আর কখনোই ফিরবেন না পেপ গার্দিওলা। এমনটাই জানিয়ে দিয়েছেন এই কোচ।
কাতালানদের হয়ে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার মৌসুমে তিনটি লিগ শিরোপা জিতেছেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছেন। এরপর বায়ার্ন মিউনিখ ঘুরে ম্যানচেস্টার সিটিতে আছেন গার্দিওলা। সিটিতেও অসাধারণ সময় কাটছে পেপ ও তার দলের। ২০২২/২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতেছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ জিতেছেন। প্রিমিয়ার লিগ ইতিহাসে টানা চারটি লিগ জয়ের কীর্তি গড়েছেন।
২০২৫ সালের জুনে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে গার্দিওলার। গুঞ্জন শোনা যাচ্ছে এরপর আর নতুন চুক্তি নবায়ন করবেন না পেপ। অর্থাৎ আগামী মৌসুমই হতে যাচ্ছে সিটিতে গার্দিওলার শেষ মৌসুম। এরপর কোথায় যাবেন পেপ? আবারও কি ফিরবেন বার্সেলোনায়? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে পেপ গার্দিওলার সোজাসাপ্টা জবাব, আর ফিরছেন না বার্সেলোনায়। সেখানকার দরজা বন্ধ।
গার্দিওলা জানিয়েছেন, তার বার্সার ফেরার পথ বন্ধ। তাকে প্রশ্ন করা হয়, আপনার বার্সায় ফেরার ইচ্ছে আছে কিনা। উত্তরে তিনি, ‘না’ বলেন। পাল্টা প্রশ্ন আসে, ‘দরজা কি বন্ধ?’ পেপ উত্তর দেন, ‘হ্যা, দরজা বন্ধ।’
গার্দিওলা ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে খেলেছেন। ইয়োহান ক্রুইফের শিষ্য ছিলেন তিনি। কোচিং ক্যারিয়ারে ক্রুইফের কৌশল অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। খেলোয়াড় কিংবা কোচ হিসেবে বার্সা ছাড়ার সময় কোন তিক্ততাও ছিল না। তারপরও গার্দিওলার জন্য বার্সার দরজা কেন বন্ধ তা জানা যায়নি। তবে কোচিংয়ের হট কেক পেপ-এর উচ্চ বেতন একটা কারণ হতে পারে।
সারাবাংলা/এসএস