আমাদের খেলা বিরক্তির হলে দেখার দরকার নেই— ফ্রান্সের কোচ
৯ জুলাই ২০২৪ ১৮:৫৮
২০১৮ বিশ্বকাপ জয়ের পর ২০২২ বিশ্বকাপের রানার আপ ফ্রান্স। তবে মহাদেশীয় টুর্নামেন্টে এখনো নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি দিদিয়ের দেশমের অধিনের ফ্রান্স দলটি। বিশ্বকাপে যেমন আক্রমণের ফুলঝুরি ছুটিয়ে সবার মন কেড়ে নিয়েছিল ফ্রান্স, ইউরোতে যেন ঠিক তার উল্টো। পুরো টুর্নামেন্টে ওপেন প্লে থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় তাদের নিয়ে সমালোচনা চলছে। অনেকের চোখেই মনে হচ্ছে, শৈল্পিক ফুটবলের জায়গায় বিরক্তির জন্ম দিচ্ছে ফ্রান্স। দলটির কোচ দিদিয়ের দেশম কিন্তু এমন মন্তব্য মোটেও নিতে পারেননি। এক সাংবাদিকের করা প্রশ্নে সোজাসাপ্টা বলেছেন, ‘বিরক্ত হলে অন্য ম্যাচ দেখুন।’
ফ্রান্সের খেলার ধরন নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। সেমিফাইনালে খেলতে নামার আগে পাঁচ ম্যাচের একটিতেও ওপেন প্লে’তে গোল করতে পারেনি। আর গোটা টুর্নামেন্টেই তারা গোল করেছে মাত্র তিনটি, যার ভেতর দুটি আত্মঘাতী আর একটি গোল এসেছে পেনাল্টি থেকে। একমাত্র পেনাল্টি থেকে একটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। সাবেক প্রিমিয়ার লিগ স্ট্রাইকার ক্রিস সুটন বলেছেন, তার বাড়ির পেছনের আঙিনায় দলটিকে খেলতে দেখলে পর্দা নামিয়ে ফেলবেন তিনি!
বিরক্তিকর ফুটবল প্রশ্নে অবশ্য একমত হননি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি মনে করেন, এই মঞ্চে ফলাফলই সব, ‘স্পেন অবশ্যই নজরকাড়া দল। এটা আমাদের ডিএনএতেই আছে। কিন্তু দিন শেষে জয়টাই মুখ্য।’
সারাবাংলা/এসএস