Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান সিরিজে খেলছেন না সাকিব!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৩:৫৫

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভবনা কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন এমন কথা।

চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা হওয়ার কথা ছিল সাকিবের ক্যারিয়ারের বিদায়ী টেস্ট। এই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এলেও বাংলাদেশে আসতে পারেননি সাকিব। দুবাই থেকে ঘুরে যেতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজটা যেহেতু সংযুক্ত আরব আমিরাতে সে হিসেবে সাকিবের খেলায় কোনো বাঁধা ছিল না। মনে করা হচ্ছিল, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো দেখা যাবে সাকিবকে। কিন্তু বিসিবি সভাপতি খুবই কম সম্ভবনা দেখছেন।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি (খেলা বা না খেলার বিষয়ে)। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’

‘তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দেইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে এই ট্যুর সে মিস করবে।’- যোগ করেছেন বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন

এর আগে আফগানিস্তান সিরিজ খেলা প্রসঙ্গে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমি কিভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’ এদিকে, গতকাল বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিব আফগানিস্তান সিরিজে অ্যাভেইলেবল।

এর আগে গত ভারত সফরে অবসরের ঘোষণা দিয়ে মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু পরে সেটা সম্ভব হয়নি। টেস্ট ও  টি-টোয়েন্টি থেকে অবসরের কথা বললেও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব।

উল্লেখ্য, আরব আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ ও ১১ নভেম্বর।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর