বাংলাদেশ ফুটবলে কাল থেকেই আনন্দের ধারা। কাল ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শিরোপা নিয়ে নেপাল থেকে দেশে ফিরেছেন চ্যাম্পিয়নরা। দেশে ফিরে অধিনায়ক সাবিনা খাতুন বলে দিলেন, এমন সাফল্য আরও এনে দিতে চান তারা।
সাফজয়ীদের দেশের মাটিতে পা রাখার কথা ছিল বাংলাদেশ সময় আজ দুপুর ২টা ১৫ মিনিটে। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনা-ঋতুপর্ণাদের বহনকারী ফ্লাইটটি এসে পৌঁছে তার ১৭ মিনিট পর। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে অনেক আগে থেকেই ছিল গণমাধ্যমকর্মীদের ভিড়।
চারপাশে ছিল কড়া নিরাপত্তা। নিরাপত্তা বেষ্টনীয় মধ্যে ট্রফি হাতে অধিনায়ক সাকিনা খাতুন, কোচ পিটার বাটলার, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমারা এগিয়ে আসেন। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ পিটার বাটলার।
সংবাদ সম্মেলন শেষে ছাদখোলা বাসে উঠে পড়েন চ্যাম্পিয়নরা। সাফজয়ীদের জন্য আগে থেকেই একটি ছাদখোলা বাস অপেক্ষা করছিল। বিমানবন্দর থেকে সেই বাস যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে রওনা দিয়েছেন চ্যাম্পিয়ন মেয়েরা।
বাসে উঠার আগে সাবিনা খাতুন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এই শিরোপা জিততে পেরে অত্যন্ত আনন্দিত, আমরা দেশের মানুষের কাছে আশীর্বাদ চাই, যেন এমন সাফল্য আরও উপহার দিতে পারি।’
কোচ পিটার বাটলার বলেছেন, এই অর্জন বাংলাদেশের মানুষেরই। পিটার বাটলার বলেন, ‘এই শিরোপা বাংলাদেশের মানুষেরই। বাংলাদেশ এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে, তবে শিরোপা জেতাটা বড় কথা নয়, যে ধরনের ফুটবল মেয়েরা খেলেছে, সেটাই আনন্দের জায়গা।’
প্রথমে শোনা গেল চ্যাম্পিয়নদের বহনকারী বাসটি সোজা রাস্তা হয়ে বাফুফের দিকে যাবে। এ সময় রাস্তার দু’পাশ থেকে সাবিনা, ঋতুপর্ণাদের অভিনন্দন জানাবেন সাধারণ মানুষ। রাস্তার পাশে বিজয়ীদের বরণ করে নেওয়ার জন্য মানুষের ভীড় দেখাও গেছে। তবে বিমানবন্দর থেকে বাসটি বেরিয়ে হঠাৎ উঠে যায় এক্সপেসওয়েতে।
পরে জানা যায়, রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় সে কারণে এক্সপেসওয়ে হয়ে যাত্রাপথ ঠিক করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা যায়, বিমানবন্দর> এক্সপ্রেসওয়ে> এফডিসি>সাত রাস্তার মোড়> মগবাজার ফ্লাইওভার> কাকরাইল> পল্টন> নটরডেম কলেজ> শাপলা চত্বর> বাফুফে ভবন, এই রুট ধরে বাফুফেতে পৌছুবেন বাংলাদেশের চ্যাম্পিয়ন মেয়েরা।
বাফুফের নতুন নির্বাচিত কমিটির সদস্যরা বাফুফেতে অপেক্ষা করছেন। চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাতে ইতোমধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বাফুফে ভবনে পৌঁছেছেন বলে জানা গেছে।