Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-মালদ্বীপ প্রীতি ম্যাচ: কবে, কোথায়, কখন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২১:৩৫

দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ-মালদ্বীপ

মালদ্বীপের বিপক্ষে চলতি ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি ক্যাম্প চলমান রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

প্রথম প্রীতি ম্যাচ আগামী ১৩ নভেম্বর, দ্বিতীয়টি ১৬ নভেম্বর। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

ফিফার এই উইন্ডোর জন্য দুই দফায় ২৭ জনকে প্রাথমিক দলে ডেকেছিলেন কোচ কাবরেরা। চোটের জন্য স্কোয়াডে নেই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী। ব্যক্তিগত কারণে ক্যাম্পে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। জানা গেছে, বাবা হতে যাচ্ছেন এই মিডফিল্ডার। 

১লা নভেম্বর থেকে ১১জনকে নিয়ে শুরু হয়েছিল কাবরেরার প্রস্তুতি ক্যাম্প। মূলত ভুটানে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে ব্যস্ত থাকার কারণেই বাকিদের ছাড়া কেবল ১৬ জনকে নিয়ে প্রস্তুতি শুরু করেন এই স্প্যানিশ কোচ। 

দ্বিতীয় দফায় ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে আছেন দুজন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও মেহেদী হাসান শ্রাবণ। প্রথম দফায় ডাকা হয়েছে মিতুল মারমা ও সুজন হোসেনকে। ২৩ জনের মূল স্কোয়াড ঘোষিত হলে বাদ পড়বেন একজন। ফিফার গত উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলে থাকলেও ম্যাচ পাননি জিকো। চোটের কারণে দলে জায়গা পাননি জুন-সেপ্টেম্বরের উইন্ডোতে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: 

মিতুল মারমা, মো. সুজন হোসেন, মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, মো. রহমত মিয়া, মো. শাকিল হোসেন, মো. ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, দিদারুল আলম, শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম। 

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ প্রীতি ম্যাচ ফিফা বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর