Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের পর ছিটকে গেলেন শান্তও

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১১:৫৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৪

আঙুলের চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুশফিকের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও হারাল বাংলাদেশ! চোটের কারণে আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের এক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। শান্তর ছিটকে যাওয়াতে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের জন্য শান্তর ছিটকে যাওয়াটা বড় ধাক্কাই। এই সিরিজে দলের বাকিদের ব্যর্থতার মধ্যে শান্তই যা রান পাচ্ছিলেন। প্রথম দুই ওয়ানডেতেই দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের এক ইনিংস খেলে ম্যাচসেরাই হয়েছেন শান্ত।

বিজ্ঞাপন

সেই ম্যাচেই বিপত্তিটা ঘটে। ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান বাংলাদেশ অধিনায়ক। পরে অনেকটা সময় ড্রেসিংরুমে বসে থাকতে দেখা গেছে তাকে। মাঠে অবশ্য আবারও ফিরে ফিল্ডিং করেছেন। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চোট একেবারে ছোট নয়।

গতকাল শান্তর চোটের স্থানে এমআরআই করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে, আজ সিরিজের তৃতীয় ওয়ানডেটা খেলা হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের। এ ধরনের চোটে সেরে উঠতে সাধারণত সপ্তাহখানেক লেগে যায়। আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টটা শান্ত খেলতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হলো।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরে টাইগাররা। আজ সিরিজের তৃতীয় ওয়ানডতে যে দল জিতবে সিরিজ তাদের।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর