Saturday 16 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্সের বাইরে থেকে জনির দুর্দান্ত গোল, সমতায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৮:৫৫

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ

আগের ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। আজ মালদ্বীপের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েই চমক দেখালেন মজিবর রহমান জনি। ম্যাচের ৪৩-তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে ১-১- সমতায় ফিরিয়েছেন এই মিডফিল্ডার। 

এই ম্যাচেও উইং ধরে আক্রমণ করে যাচ্ছিল বাংলাদেশ। যদিও আজ একটু রয়েসয়ে আক্রমণে উঠেছে, তুলনামূলক রক্ষণাত্মকই খেলেছে। খেলা বিল্ড আপ হচ্ছিল একদম ডিফেন্স লাইন থেকে। সেই ধারাবাহিকতায় মালদ্বীপের বাম দিক থেকে আক্রমনে উঠে ফাহিম ফয়সালের পাস থেকে বল পান জনি। মোরসালিনের সাথে ওয়ান টু ওয়ানের পর প্রথমে বাম পায়ে শট নিতে চেয়েও চকিতে টার্ন করেন এই মিডফিল্ডার। সেই টার্নের পর মালদ্বীপের চার ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে ডানদিকের টপ কর্ণারে লক্ষ্যভেদ করেন জনি। 

বিজ্ঞাপন

এর আগে ম্যাচের ২৩ মিনিটে তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন আলী ফাসির। আগের ম্যাচেও তার গোলেই জয় পেয়েছিল মালদ্বীপ। ফ্রি কিক থেকে পাওয়া বলে রীতিমতো ফ্রি হেডারে গোল করে দলকে এগিয়ে নেন এই মিডফিল্ডার। 

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ-মালদ্বীপ প্রীতি ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর