Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
ফাহাদের তোপে ঢাকাকে উড়িয়ে চট্টগ্রামের সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৪:০৯

ঢাকা বিভাগকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের পেসারদের জন্য কোনো জবাবই যেন ছিল না ঢাকার ব্যাটারদের কাছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৪ ডিসেম্বর, শনিবার) ঢাকাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাঁহাতি পেসার ফাহাদ হোসেন, তার সাথে বাকি দুই পেসারের তোপে মাত্র ৬৪ রানেই অলআউট ঢাকা। এনসিএল টি-টোয়েন্টিতে সহজ এই লক্ষ্য ১০ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে চট্টগ্রাম। 

৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোন বেগই পোহাতে হয়নি চট্টগ্রামের দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়কে। ৯ ওভার হাতে রেখেই জিতিয়েছন দলকে। ৩৭ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন জয়, তামিম খেলেন ২৯ বলে ২১ রানের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ফাহাদের তোপে থুবড়ে পড়ে ঢাকার ব্যাটিং লাইন আপ। প্রথম চার ব্যাটারের প্রত্যেকেই ফিরেছেন এই বাঁহাতি পেসারের বলে। এর মধ্যে নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে আরিফুল ইসলাম এবং মাহিদুল অঙ্কনকে আউট করে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনাও। চার ওভার বল করে এক মেইডেনসহ মাত্র ১১ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা এই বাঁহাতি পেসার। 

বিজ্ঞাপন

বাকি দুই পেসার আহমেদ শরীফ-ইফরান হোসেনও নেন দুটি করে উইকেট। পার্ট টাইমার স্পিনার মাহমুদুল জয়ও তিন ওভার হাত ঘুরিয়ে নেন দুই উইকেট।

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর