মোস্তাফিজদের পিটিয়ে রংপুরের বিশাল স্কোর
৩০ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২১:০৬
টস হেরে আগে ব্যাটিং করতে নামা রংপুর রাইডার্সের শুরুটা ভালো হয়নি। দলীয় ২০ রানের মাথায় ফিরে জান দুই ওপেনার স্টিভেন টেলর ও অ্যালেক্স হেলস। পরে সাইফ হাসান ও ইফতিখার আহমেদ মিলে মিডল অর্ডারে প্রতিরোধ গড়েছিলেন। তার ওপর ভর করে শেষ দিকে রীতিমতো ঝড় তুলেছিলেন নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ। সব মিলিয়ে বড় স্কোর পেয়েছে রংপুর রাইডার্স।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে রংপুর। ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেছেন খুশদিল শাহ। ইফতিখার আহমেদ ৩৮ বলে ৪৯ ও সাইফ হাসান ৩৩ বলে ৪০ রান করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে বড্ড চাপেই পড়েছিল রংপুর। দলীয় ২০ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়েছেন রংপুরের ওপেনার স্টিভেন টেলর। কয়েক বল পর অ্যালেক্স হেলসকে ফিরিয়েছেন আলাউদ্দিন বাবু।
পরপর দুই উইকেট হারানো রংপুরের হয়ে এরপর দেখেশুনে এগিয়েছেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। সাইফ ৩৩ বলে ৩টি চার ২টি ছয়ে ৪০ রান করে ফিরেছেন দলীয় ১০৯ রানের মাথায়। ইফতিখার আহমেদ ৩৮ বল খেলে ৮টি চারে ৪৯ রান করে আউট হয়েছেন।
বাকি সময়টাতে ব্যাটিং ঝড় দেখিয়েছেন নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ। নুরুলের ঝড়টা অবশ্য বড় নয়। ১১ বলে ৬টি চার হাঁকিয়ে ফিরেছেন ২৫ রান করে। তবে খুশদিল অপরাজিত ছিলেন শেষ অবদি। মাত্র ২৩ বল খেলে ৩টি করে চার-ছয়ে করেছেন ৪৬ রান।
ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু ৩ উইকেট পেলেও খরচ করেছেন ৪৩ রান। ২৭ রানে দুই উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
সারাবাংলা/এসএইচএস