Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে নাটকীয় ‘টাইম আউট’ কাণ্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:০১

একাদশ বিপিএলের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে খুলনা টাইটগার্স ও চিটাগং কিংস। সব নাটকীয়তা আর অপ্রত্যাশিত কাণ্ড যেন এই ম্যাচেই ঘটছে! ১৮ বলে রেকর্ড ফিফটি করেছেন খুলনার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। পরে ১ ডেলিভারির জন্য ১৫ রান খরচ করে লজ্জার রেকর্ড গড়েছেন খুলনার পেসার ওশানে থমাস। ‘টাইম আউট’ কাণ্ডও ঘেটে গেল।

আগে ব্যাটিং করে ২০৩ রানের পাহাড়সম স্কোর গড়ে খুলনা। পরে জবাব দিতে নেমে চিটাগং ধুঁকছিল শুরু থেকেই। ৫৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে দলটি। পঞ্চম ব্যাটার হিসেবে হায়দার আলি ফিরলে এরপর ক্রিজে আসেন টিচাগংয়ের অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম ও’কনেল। কিন্তু ক্রিজে আসতে দেরি করে ফেলেন অজি ক্রিকেটার।

বিজ্ঞাপন

টাইম আউটের আবেদন করেন খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আবেদনে সাড়া দিয়ে নিয়ম অনুযায়ী ও’কনেলকে আউটও দিয়ে দেন আম্পায়ার।

ও’কনের মাঠ ছেড়ে যাচ্ছিলেন। মাঠে ঢুকছিলেন অপর ব্যাটার। কিন্তু সেই সময় কী মনে করে ‘টাইম আউট’ আবেদন তুলে নিয়ে ও’কনেলকে ব্যাটিংয়ে ফেরার আমন্ত্রণ জানান মেহেদি হাসান মিরাজ!

ও’কনেল ক্রিজে এসে আউট হয়েছেন পরের বলেই। মোহাম্মদ নাওয়াজের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়েই ফিরেছেন পরের বলেই।

ও’কনেলের মতো তার দলের অবস্থাও নাজুক। খুলনার ২০৩ রানের জবাব দিতে নেমে ৭৫ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলেছে চিটাগং।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর