Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

সৌমাই সরকার

টানা সাত জয়ে বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স। আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু এক ম্যাচেও দেখা যায়নি সৌম্য সরকারকে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে আঙুলে চোট পেয়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই বাঁহাতি ব্যাটার। তবে আজ রংপুর রাইডার্স জানিয়েছে, চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত সৌম্য।

গত বছরের ১৮ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তর্জনী কেটে যায় তার, দেয়া হয় পাঁচটি সেলাই। স্ক্যানের পর জানা যায়, নড়ে গেছে জয়েন্টের হাড়ও। তবে তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর গত ০৭ জানুয়ারি সেলাই কাটা হয়েছে হাতের। এই সময়ে আঙুলের জয়েন্টের নড়ে যাওয়া অংশও ফিরে এসেছে স্বাভাবিক অবস্থায়। ধারণা করা হচ্ছিল দেড় মাসের মতো সময় লাগতে পারে সৌম্যের মাঠে ফিরতে। তবে সৌম্য ফিরলেন এর আগেই।

বিজ্ঞাপন

সৌম্যর ফেরার খবর রংপুরের ফেসবুক পোস্ট

আজ অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক ভিডিও পোস্টের মাধ্যমে রংপুর রাইডার্স জানায় সৌম্যর দলে ফেরার খবর, ‘রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানো’র! ইনজুরি’র থাবা থেকে মুক্ত রাইডার।’

দলের সাথে ফিরলেও দুর্বার রাজশাহীর বিপক্ষে সৌম্য খেলবেন কিনা, এখনো জানা যায়নি। চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে সাদা বলের ক্রিকেটে বেশ ছন্দে ছিলেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছিলেন। এর আগে গ্লোবাল সুপার লিগেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স সৌম্য সরকার

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর