Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা জেতার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫

ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায়। কিন্তু দুপুর দুইটা থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দর্শকদের ভিড়। উপলক্ষ্য এবারের বিপিএলের ফাইনাল। গ্যালারিও খুলে দেয়া হয়েছে তিনটা নাগাদ। মাঠের গ্যালারিতে কেবল লাল রঙের আধিক্য সাথে ‘বরিশাল! বরিশাল!’ স্লোগান। মিরপুরের লাল সমুদ্রে চিটাগং কিংসের যৎসামান্য যা দর্শক এসেছেন তাদের আলাদা করাও মুশকিল।

এমন দারুণ দর্শক সমর্থন সাথে নিয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বরিশাল। এক ম্যাচের জন্য আসা জিমি নিশামের খেলার কথা শোনা গেলেও উইনিং কম্বিনেশনই ভরসা রেখেছেন তামিমরা।

বিজ্ঞাপন

এক যুগ পর বিপিএলে ফিরেই ফাইনাল খেলতে নামা চিটাগংয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ের নায়ক আলিস আল ইসলাম ছিটকে গেছেন পায়ের চোটে। তার বদলে একাদশে এসেছেন নাঈম ইসলাম।

সব মিলিয়ে এক আসরে টানা চতুর্থবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে লিগ পর্বে খেলেছে দুই ম্যাচ। আর গত ০১লা ফেব্রুয়ারি প্রথম কোয়ালফায়ারে চিটাগংকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে বরিশাল।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, ডাভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, , রিশাদ হোসেন, এবাদত হোসেন ও মোহাম্মদ আলী।

চিটাগং একাদশ: পারভেজ হোসেন ইমন, খাওয়াজা নাফে, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, হুসাইন তালাত, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর